ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়েদের বর্ষসেরার পুরস্কার বোনমাতির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:২৫, ২৯ অক্টোবর ২০২৪
মেয়েদের বর্ষসেরার পুরস্কার বোনমাতির

মেয়েদের ফুটবলের বর্তমান সময়ের সেরা খেলোয়াড়ের নাম এলে আইতানা বোনমাতি উপরেই থাকবেন। প্যারিসে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব দেখালেন স্পেনের এই ফুটবলার। টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের বর্ষসেরার খেতাব জিতে নিলেন বার্সেলোনা মিডফিল্ডার।

সোমবার (২৮ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফ্রান্স সাময়িকীর সেরা ফুটবলারদের পুরস্কৃত করা হয়। সেখানে বোনমাতির হাতে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার তুলে দেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান।

আরো পড়ুন:

বর্ষসেরার পুরস্কার জয়ের পর বোনমাতি বলেছেন, ‘সব সময় বলেছি এটা এমন কিছু যা একা করা অসম্ভব। দারুণ কিছু খেলোয়াড় আমার আশপাশে থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করি। সতীর্থদের ধন্যবাদ তাঁদের ছাড়া এখানে আসতে পারতাম না।’

এই তালিকায় বোনমাতির লড়াই হয়েছে তারই সতীর্থ ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের সঙ্গে। ভোটে দ্বিতীয় হয়েছেন নরওয়ে উইঙ্গার হ্যানসেন। তৃতীয়ও বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার সালমা পারালুয়েল্লো।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়