ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিভারপুলের শীর্ষে ফেরার দিনে ম্যানসিটির হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:১০, ৩ নভেম্বর ২০২৪
লিভারপুলের শীর্ষে ফেরার দিনে ম্যানসিটির হার

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে লড়াইটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। গেল মৌসুমের চ্যাম্পিয়ন ও রানার্সআপের মধ্যে চলতি মৌসুমেও চলছে মিউজিক্যাল চেয়ার খেলা। তাতে আরেকবার হেরে পিছিয়ে পড়লো সিটি। তাদের পরাজয়ের দিনে দারুণ জয়ে শীর্ষে উঠে এলো লিভারপুল।

শনিবার (২ নভেম্বর) অ্যানফিল্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লিভারপুল। ফের্দি কাদিওলু ব্রাইটনকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি হাকপো। এরপর চমৎকার গোলে ব্যবধান গড়ে দেন লিভারপুলের ত্রাতা অভিজ্ঞ তারকা মোহামেদ সালাহ।

আরো পড়ুন:

এই ম্যাচে গোল করার মধ্যে দিয়ে লিভারপুল গ্রেট রবি ফাওলারকে (১৬৩) ছাড়িয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় আটে উঠে গেলেন সালাহ (১৬৪)। সেই সঙ্গে ১০ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে সিটি।

বোর্নমাউথের বিপক্ষে ম্যানসিটির হারটা যেন অপ্রত্যাশিত। তবে প্রতিপক্ষের মাঠ বলেই হয়তো হজম করতে হলো হার। ম্যাচে শুরুতেই এগিয়ে যায় বোর্নমাউথ। দলকে এগিয়ে নেন আন্সো সেমেনিয়ো। এরপর দ্বিতীয়ার্ধে ব‍্যবধান দ্বিগুণ করেন ইভানিলসন। শেষ দিকে একটি গোল করে ব্যবধান কমান সিটির জশকো ভার্দিওল।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়