ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই স্পিন কোচ মুশতাক 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:২৩, ১২ নভেম্বর ২০২৪
ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই স্পিন কোচ মুশতাক 

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না স্পিন কোচ মুশতাক আহমেদ। তার বিকল্প হিসেবে দেশি কোনো কোচও পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। 

রাইজিংবিডিকে মুঠোফোনে সুজন বলেন, ‘পুরো সিরিজে আমরা উনাকে (মুশতাক) পাব না। তাই এই সিরিজে রাখা হয়নি। তার অন্য জায়গায় কমিটমেন্ট দেওয়া আছে।’

মুশতাকের সঙ্গে লম্বা সময়ের চুক্তিতে যাওয়ার কথা নিয়ে সুজন বলেন, আমরা উনার (মুশতাক) সঙ্গে কাজ করছি, আমাদের পরিকল্পনা সর্বনিম্ন এক কিংবা দুই বছরের চুক্তিতে যাওয়া।  

দৈনিক ৬৫০ ডলার বেতনে সিরিজভিত্তিক বাংলাদেশে কাজ করছেন পাকিস্তানি কোচ মুশতাক। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজেও ছিলেন এই কোচ। মাঝে ভারত সফরে ছিলেন না তিনি। 

চলতি বছরের এপ্রিলে মুশতাককে স্পিন কোচ হিসেবে উড়িয়ে আনে বিসিবি। প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়। পরবর্তীতে সিরিজভিত্তিক কাজ শুরু করেন এই লেগ স্পিন কিংবদন্তি।

৫৩ বছর বয়সী মুশতাক ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন। ২০১৮-২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিনারদের নিয়ে কাজ করেছেন। এছাড়া ২০১৪-১৬ সালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা/রিয়াদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়