ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলার রেকর্ড এখন বাবরের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৪ নভেম্বর ২০২৪  
সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলার রেকর্ড এখন বাবরের

সাবেক অধিনায়ক বাবর আজম আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই একটি রেকর্ড গড়লেন। পাকিস্তানের জার্সি গায়ে তিনি রেকর্ড ১২৪তম ম্যাচ খেললেন। এর মধ্য দিয়ে শোয়েব মালিককে পেছনে ফেলে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখালেন।

জাতীয় দলের জার্সি গায়ে মালিক ১২৩টি টি-টোয়েন্টি খেলেছিলেন। তাকে পেছনে ফেলে বাবর আজ ১২৪টি টি-টোয়েন্টি খেললেন। ১২৪ ম্যাচে বাবর রান করেছেন ৪১৪৮টি। ৩৬টি ফিফটির পাশাপাশি ৩টি সেঞ্চুরিও রয়েছে তার। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১২২।

আরো পড়ুন:

যদিও তার মাইলফলক ছোঁয়ার দিনে যাচ্ছেতাইভাবে হেরেছে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ৭ ওভারের ম্যাচে তারা হেরে গেছে ২৯ রানে। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান তোলে। জবাবে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৬৪ রানের বেশি করতে পারেনি।

১২৩ ম্যাচ খেলা মালিক নেমে গেছেন দ্বিতীয় স্থানে। ১১৯ ম্যাচ খেলা মোহাম্মদ হাফিজ আছেন তৃতীয় স্থানে। আর শাদাব খান ১০৪ ম্যাচ খেলে আছেন চতুর্থ স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়