ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন বার্ষিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চার দল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৩, ২১ নভেম্বর ২০২৪  
ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চার দল

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪। এই প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টে অপারেটিং বিভাগ ও ইউনিটের কর্মীদের ৩২টি দল অংশ নিয়েছিল। সেখান থেকে যোগ্যতার প্রমাণ দিয়ে চারটি দল উঠেছে সেমিফাইনালে। দলগুলো হলো অপটিকুল প্রাইম, দুরবীন, মেটাল টাইটান্স ও কম্পোজিট টাইটান্স।

আগামী রোববার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ওয়ালটন হেডকোয়ার্টার হেলিপ্যাড প্লে-গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে অপটিকুল প্রাইম ও দুরবীন। আর বুধবার (২৭ নভেম্বর) একই সময়ে একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে মেটাল টাইটান্স ও কম্পোজিট টাইটান্স।

আরো পড়ুন:

তার আগে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল অ্যাভেঞ্জার্স ও অপটিকুল প্রাইম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে কেউ গোল পায়নি নির্ধারিত সময়ে। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে অ্যাভেঞ্জার্সকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় অপটিকুল প্রাইম। অপটিকুলের গোলরক্ষক শাকিল তার অসাধারণ পারফরম্যান্স, বিশেষ করে পেনাল্টি শুটআউটে সেভ করে দলকে ম্যাচে রাখার জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়াই করে মেটাল টাইটান্স ও নাইন ঈগল। ম্যাচে ২-১ গোলে নাইন ঈগলসকে হারিয়ে শেষ চারে ওঠে মেটাল টাইটান্স। মেটাল টাইটান্সের মোসারফ তার অসাধারণ পারফরম্যান্স, গোলের পাশাপাশি অ্যাসিস্ট, পাসিং অ্যাকুরেসির জন্য সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। নাইন ইগলসের আসিফ দুর্দান্ত ডিফেন্ডিং পারফরম্যান্স দেখানোয় ও ম্যাচে গোল আদায়ের পাশাপাশি পাসিং অ্যাকুরেসির জন্য এমার্জিং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। 


তৃতীয় কোয়ার্টার ফাইনালে কম্পোজিট টাইটান্স মুখোমুখি হয় সাইক্লোন ফাইটারের। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। সেখানেও সমতা না ভাঙলে গড়ায় সাডেন ডেথে সেখানে ৮-৭ ব্যবধানে সাইক্লোন ফাইটারকে হারিয়ে সেমিফাইনালে ওঠে কম্পোজিট টাইটান্স।

চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুরবীন ও এফসি অ্যাভেঞ্জার্স। ম্যাচটি ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়। এরপর গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে এফসি অ্যাভেঞ্জার্সকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দুরবীন।

কোয়ার্টার ফাইনালের খেলাগুলো মাঠে উপস্থিত হয়ে উপভোগ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. আবুল কালাম আযাদ ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়