ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলে কিনলো না কেউ, ২৮ বলে সেঞ্চুরি করে জবাব উর্বিলের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২৭ নভেম্বর ২০২৪  
আইপিএলে কিনলো না কেউ, ২৮ বলে সেঞ্চুরি করে জবাব উর্বিলের

ঝড়ো সেঞ্চুরির পথে উর্বিলের একটি শট।

মাত্র একদিন আগেই হয়ে গেল আইপিএলের নিলাম। সেখানে উর্বিল প্যাটেলের দাম ছিল মাত্র ৩০ লাখ রূপি। কিন্তু কোন দলই তার জন্য এই সামান্য অংক খরচ করতে রাজি হয়নি। ঠিক একদিন পরই ব্যাট হাতে জবাবটা দিলেন এই ভারতীয়। ২৮ বলে সেঞ্চুরি করে হয়ে গেলেন ইতিহাসের অংশ।

সৈয়দ মুশতাক ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছেন উর্বিল। তার এই শতক ভারতীয় ক্রিকেট ইতিহাসেরই দ্রুততম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। ত্রিপুরা-গুজরাট ম্যাচে এই রেকর্ড গড়ে আইপিএলের দলগুলোকে কঠিন জবাবই দিয়েছেন এই ব্যাটার।

আরো পড়ুন:

উর্বিলের টর্নেডো সেঞ্চুরিতে ত্রিপুরার দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে মাত্র ১০.২ ওভারেই ছুঁয়ে ফেলে গুজরাট। ২৮ বলে সেঞ্চুরি করে ৩৫ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন উর্বিল। তার ইনিংসে ছিল ১২টি ছক্কা ও ৭টি চারের মার। 

ভারতীয় ক্রিকেটে উর্বিলের আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল ঋষভ পন্তের, যিনি এবারের নিলামে সর্বোচ্চ ২৭ কোটি রূপিতে বিক্রি হয়েছেন। ২০১৮ সালে মুশতাক আলী ট্রফিতেই ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন পন্ত। আর স্বীকৃতি টি-টোয়েন্টিতেও সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি একজন ভারতীয় ক্রিকেটারের।

ভারতীয় বংশোদ্ভূত সাহিল চৌহান স্বীকৃত ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি মালিক। চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এস্তোনিয়ার হয়ে। সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে তিন অঙ্ক ছুঁয়ে বিশ্ব রেকর্ড গড়েন এস্তোনিয়ার মিডল অর্ডার ব্যাটার। আর তৃতীয় দ্রুততম সেঞ্চুরি ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএল ৩০ বলে সেঞ্চুরি করেন তিনি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়