ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট ছুড়লো দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ২৯ নভেম্বর ২০২৪  
শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট ছুড়লো দ. আফ্রিকা

ডারবান টেস্টের তৃতীয় দিনেই শ্রীলঙ্কাকে বিশাল টার্গেট ছুড়ে দিলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কাকে জিততে করতে হবে ৫১৬ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দল ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি। সেখানে ৫১৬ রান করে জেতা শ্রীলঙ্কার জন্য প্রায় অসম্ভব ব্যাপার। শ্রীলঙ্কা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৩৯১ রান তাড়া করে জিতেছিল।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের করা ১৯১ রানের জবাবে শ্রীলঙ্কা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন ৪২ রানে অলআউট হয়। ১৪৯ রানের লিড পেয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। আজ শুক্রবার তৃতীয় দিনে দুই সেশন ব্যাট করে তারা। টিস্ট্রান স্টাবস ও টেম্বা বাভুমার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫১৬ রানের।

আরো পড়ুন:

স্টাবস ৯টি চার ও ২ ছক্কায় করেন ১২২ রান। আর বাভুমা ৯ চারে করেন ১১৩ রান। এছাড়া এইডেন মার্করাম ৪৭ রানের ইনিংস খেলেন। ডেভিড বেডিংহ্যাম ২ চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ২১ রানে। বল হাতে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো ও প্রবথ জয়সুরিয়া ২টি করে উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়