ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০ রানে ১০ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবলো জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:১২, ৩ ডিসেম্বর ২০২৪
২০ রানে ১০ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবলো জিম্বাবুয়ে

ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লজ্জায় ডুবলো জিম্বাবুয়ে। আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২০ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে সর্বনিম্ন ৫৭ রানে অলআউট হয় তারা।

ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৭ রান করে স্বাগতিকরা। সেখান থেকে ৫৭ রানে যেতেই অলআউট হয়ে যায় তারা। উদ্বোধনী জুটিতে ব্রিয়ান বেনেট ও মারুমানি ৩৭ রান তোলেন। বেনেট ৩ চার ও ১ ছক্কায় ২১ ও মারুমানি ৩ চারে করেন ১৬ রান।

আরো পড়ুন:

এরপর তাদের উইকেট মিছিল শুরু হয়। ১২.৪ ওভারে ৫৭ রানে সবকটি উইকেট হারায়। বিনা উইকেটে ৩৭ থেকে মাত্র ৪০ মিনিটের ব্যবধানে ৫৭ রানে অলআউট হয়ে যায় স্প্রিংবকরা। যা তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে এটা কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ।

পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিম ২.৪ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। যা তার তো বটেই, পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সেরা বোলিং ফিগার। এ যাত্রায় মুকিম পেছনে ফেলেন ওমর গুল ও ইমাদ ওয়াসিমকে।

আব্বাস আফ্রিদি ২ ওভার বল করে ১ মেডেনসহ ২ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া আবরার আহমেদ, হারিস রউফ ও সালমান আলী আগা ১টি করে উইকেট নেন।

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা পাকিস্তান আজ জিতলে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়