ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেড ও সিরাজকে শাস্তি দিলো আইসিসি 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ৯ ডিসেম্বর ২০২৪  
হেড ও সিরাজকে শাস্তি দিলো আইসিসি 

বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে মাঠের মধ্যেই আক্রমণাত্মক আচরণের ঘটনায় ভারতের মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে শাস্তি দিয়েছে আইসিসি। দুজনকেই দোষী সাব্যস্ত করে জরিমানার পাশাপাশি শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

অখেলোয়াড়সুলভ এই ঘটনায় অবশ্য সিরাজই বেশি শাস্তি পেয়েছেন। ভারতীয় পেসারের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। হেডকে সতর্ক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুইজনের নামের পাশেই যুক্ত হয়েছে ডিমেরিট পয়েন্ট।

আরো পড়ুন:

ঘটনার সূত্রপাত্র হয় সিরাজের বলে হেড আউট হলে। অ্যাডিলেড টেস্টে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হেড। তিনিই ছিলেন ভারতের পথের কাঁটা। হেডের উইকেট নিয়েই আক্রমাণত্মক হয়ে ওঠেন সিরাজ। সাজঘরে দিরে যাওয়ার নির্দেশ দেন। হেডও রেগে যান, হয় বাক-বিতণ্ডা।

বাক-বিতণ্ডায় জড়িয়ে আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধির ২.১৩ ধারা ভঙ্গের দায়ে হেডকে শাস্তি দেওয়া হয়েছে।

পার্থে করুণভাবে পরাজয়ের পর অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদেরকে মাত্র ১৯ রানের লক্ষ্য দেয় ভারত। সহজেই সেই লক্ষ্য পেরিয়ে জয় তুলে নেয় অজিরা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়