ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবকিছু নিয়ন্ত্রণে আছে, সবই ভিত্তিহীন: গম্ভীর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:০৬, ২ জানুয়ারি ২০২৫
সবকিছু নিয়ন্ত্রণে আছে, সবই ভিত্তিহীন: গম্ভীর

মেলবোর্ন টেস্ট হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। গুঞ্জন রয়েছে ওই ম্যাচ হারার পর মেজাজ হারান কোচ গৌতম গম্ভীর। হুঁশিয়ারি দেন পারফরম্যান্স না করতে পারা খেলোয়াড়দের। এরপর ড্রেসিংরুমেও ছড়িয়ে পড়ে অস্থিরতা। সেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম নানারকম মুখরোচক প্রতিবেদন প্রকাশ করে। তবে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টের আগে ভারতের কোচ জানিয়েছেন, সবকিছু নিয়ন্ত্রণে আছে। যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো ভিত্তিহীন।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি, ২০২৫) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গম্ভীর বলেছেন, ‘‘এগুলো শুধু প্রতিবেদন। এটা সত্য নয়, ভিত্তিহীন। আমি মনে করি না আমার কোনও প্রকাশিত প্রতিবেদনের উত্তর দেওয়ার প্রয়োজন আছে। কিছু মন থেকে কথা বলেছিলাম, এটাই বলতে পারি। সততা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এগিয়ে যেতে চান এবং ভালো কিছু অর্জন করতে চান তাহলে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

আরো পড়ুন:

তিনি আরও জানিয়েছেন, ড্রেসিংরুমে যেসব আলোচনা হয় সেগুলো ড্রেসিংরুমেই থাকা উচিত, ‘‘এটা একটা দলগত খেলা এবং সবাই এটা বোঝে। একজন খেলোয়াড় এবং একজন কোচের মধ্যে আলোচনা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। ড্রেসিংরুমের যে কোনও কথোপকথন ড্রেসিংরুমেই থাকতে হবে।’’

সিডনি টেস্ট জয়ের ওপর নির্ভর করছে ভারতের ফাইনালের আশা বেঁচে থাকা না থাকা। এই ম্যাচ জিতলে তারা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখবে। আর হেরে গেলে ছিটকে যাবে ফাইনালের দৌড় থেকে। তাদের পেছনে ফেলে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে ফাইনালে। মেলবোর্ন টেস্ট জিতে ইতোমধ্যে অজিরা ফাইনালে এক পা দিয়ে রেখেছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়