ঢাকা     বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৯ ১৪৩১

এন্ড্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫১, ১৭ জানুয়ারি ২০২৫
এন্ড্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল

স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে শেষ ষোলোর ম্যাচে তারা ৫-৩ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এই জয়ে জোড়া গোল করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার এন্ড্রিক। এছাড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দেও।

ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পে ও দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিউসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তবে সেল্টা ভিগো শেষ মুহূর্তে গিয়ে নিজেদের জাত চেনায়। ৮৩ মিনিটে জনাথন বাম্বা ও ৯০+১ মিনিটের মাথায় মার্কোস আলোনসোর গোলে সমতা ফেরায়। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য খেই হারায় সেল্টা ভিগো।

বদলি খেলোয়াড় হিসেবে নামা এন্ড্রিকের জোড়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় সেল্টা ভিগো। ১০৮ মিনিটে দারুণ এক গোল করে দলকে আবারও এগিয়ে নেন এন্ড্রিক। ১১২ মিনিটের মাথায় ভালভার্দের গোলে ব্যবধান বাড়ে। আর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে (১১৯) এন্ড্রিক তার জোড়া গোল পূর্ণ করে ৫-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনাল।

আরো পড়ুন:

ম্যাচ শেষে এই তরুণ তুর্কি বলেছেন, ‘‘এটা রিয়াল মাদ্রিদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি। যতোক্ষণ পর্যন্ত না জয় পাই। আমরা কখনোই মনোবল হারাই না, সর্বদা লড়াই করি।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়