ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৫ ১৪৩১

তৃতীয় দিনেই ১২৭ রানে জিতলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:০৮, ১৯ জানুয়ারি ২০২৫
তৃতীয় দিনেই ১২৭ রানে জিতলো পাকিস্তান

প্রথম টেস্টে তৃতীয় দিনেই জয় পেয়েছে পাকিস্তান। আজ রবিবার (১৯ জানুয়ারি, ২০২৫) ‍দুপুরে ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে ১২৭ রানের ব্যবধানে। পাকিস্তানারে মাটিতে ফলাফল আসা সংক্ষিপ্ততম এই টেস্টে খেলা হয়েছে মাত্র ১৭৭.২ ওভার।

পাকিস্তান আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬৮.৫ ওভারে ২৩০ রানে অলআউট হয়। জবাবে ২৫.২ ওভারে উইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১৩৭ রানের বেশি করতে পারেনি। ৯৩ রানের লিড নিয়ে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায়। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫১ রান। কিন্তু সেই রান তাড়া করতে নেমে সাজিদ খান ও আবরার আহমেদের বোলিং তোপে ৩৬.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়। তাতে ১২৭ রানের দারুণ এক জয় পায় স্বাগতিকরা।

রবিবার ৩ উইকেটে ১০৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে উইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে মাত্র ৪৮ রান তুলতেই বাকি ৭ উইকেট হারায় স্বাগতিকরা। এদিন স্পিন স্বর্গে পাকিস্তানের হয়ে সবচেয়ে লড়াকু ইনিংসটি খেলেন কামরান গুলাম (২৭), যাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ‘ফাইফার’ পূর্ণ করেন ওয়ারিকেন। এই বাঁহাতি স্পিনার এই ইনিংসে নেন ৩২ রানে ৭ উইকেট।

আরো পড়ুন:

এমন পিচে সফরকারী উইন্ডিজের জন্য ২৫১ রানের লক্ষ্যটা মনে হচ্ছিল পাহাড়সম। পাকিস্তানের তিন স্পিনার সাজিদ খান, নোমান আলী এবং আবরার আহমেদদের একেকটি বল রীতিমতো বিষাক্ত তীরের মত আসছিল সফরকারী ব্যাটসম্যানদের দিকে। তারা তাই রক্ষণাত্বক ব্যাটিংয়ের দিকে না গিয়ে আক্রমণাত্মক হওয়ার চেষ্টায় করেছিলেন। সেই চেষ্টায় পানি ঢেলে দিয়ে প্রথম ইনিংসের মত সাজিদ আবারও প্রতিপক্ষের প্রথম চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান।

প্রথম ইনিংসে ৪ উইকে নিয়ে সন্তষ্ট থাকতে হলেও এই ইনিংসে ‘ফাইফার’ পান সাজিদ। জিতে নেন ম্যাচসেরার পুরস্কারও। অন্যদিকে দ্বিতীয় ইংসে ৪ উইকেট পান আবরার। স্ত্রোতের বিপরীতে হাঁটা অ্যালিক অ্যাথানাজ করেন ৬৮ বলে ৫৫ রানের ইনিংস।      

মুলতানেই দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৫ জানুয়ারি। 

ঢাকা/নাভিদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়