ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অধিনায়ক হয়ে ‘২০০ শতাংশ’ দেওয়ার কথা বললেন পন্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২০ জানুয়ারি ২০২৫  
অধিনায়ক হয়ে ‘২০০ শতাংশ’ দেওয়ার কথা বললেন পন্ত

আগেই জানা গিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হবেন ঋভষ পন্ত। অবশেষে আজ সোমবার (২০ জানুয়ারি, ২০২৪) আনুষ্ঠানিকভাবে লক্ষ্ণৌর অধিনায়ক হিসেবে পন্তকে পরিচয় করিয়ে দেওয়া হলো। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব পেয়ে হার্ড হিটার এই ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি ২০০ শতাংশ দিতে প্রস্তুত।

‘‘আমার প্রতি বিশ্বাস ও আস্থা দেখানোর জন্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পরিবারের প্রতি ধন্যবাদ। আমি ২০০ শতাংশ দিয়ে চেষ্টা করব এবং এটাই আমার প্রতিশ্রুতি আপনাদের প্রতি। আপনারা আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন আমি আমার সামর্থের সবটুকু দিয়ে সেটার মান রাখার চেষ্টা করব। নতুন শক্তিতে নতুন শুরুর অপেক্ষায়। আশা করছি দারুণ কিছু হবে। অনেক মজা হবে।’’

আরো পড়ুন:

মৌসুমপূর্ব নিলামে রেকর্ড ২৭ কোটি রূপিতে পন্তকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তার আগে শুরুর তিন মৌসুমে লক্ষ্ণৌর অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তার জায়গায় ২০২৫ আইপিএলে নেতৃত্ব দিবেন পন্ত।

২০১৬ সাল থেকে দিল্ল ক্যাপিটালসের সঙ্গে ছিলেন পন্ত। এবার তিনি ফ্র্যাঞ্চাইজি বদল করে লক্ষ্ণৌতে যোগ দিয়েছেন। লক্ষ্ণৌ এর আগে দুইবার প্লে’অফ খেলেছিল। সবশেষ ২০২৪ সালে তারা প্লে’অফে জায়গা করে নিতে পারেনি। ১৪ ম্যাচের ৭টিতে জিতে ও ৭টিতে হেরে তারা ছিল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

২১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লক্ষ্ণৌ। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়