ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উলভসকে হারিয়ে শীর্ষ চারে চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২১ জানুয়ারি ২০২৫  
উলভসকে হারিয়ে শীর্ষ চারে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে জয় পেয়েছে চেলসি। পয়েন্ট টেবিলের নিচের দিকের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা করে নিয়েছে ব্লুজরা। ২২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ২১ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ২২ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে উলভস আছে টেবিলের ১৭তম অবস্থানে। 

ঘরের মাঠে ২৪ মিনিটে উলভসের বিপক্ষে লিড নেয় চেলসি। এ সময় তোসিন আদারাবিয়ো গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর অবশ্য সমতা ফেরায় উলভস। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে পাওয়া বলে ডান পায়ে শট নিয়ে জালে জড়ান ম্যাট ডোহার্টি।

আরো পড়ুন:

৬০ মিনিটের মাথায় ম্যাক কুকুরেলার গোলে আবার এগিয়ে যায় চেলসি। তাকে গোলে সহায়তা করেন কিয়েরনান দেসবুরি। ৬৫ মিনিটে ব্যবধান ৩-১ করেন ননি মাদুয়েকে। এ সময় ট্রেভোহ চালোবাহর বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান মাদুয়েকে।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জেতার জন্য অবশ্য এর চেয়ে বেশি গোলের প্রয়োজনও হয়নি চেলসির।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়