ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনচেলত্তির বিশ্বাস টাকাকে উপেক্ষা করে ‘গৌরব’ বেছে নিবেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৬, ২৯ জানুয়ারি ২০২৫
আনচেলত্তির বিশ্বাস টাকাকে উপেক্ষা করে ‘গৌরব’ বেছে নিবেন ভিনিসিয়ুস

শেষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে খেলার পথে রিয়াল মাদ্রিদের সামনে আছে বহু চ্যালেঞ্জ। আজ বুধবার দিবাগত রাতে (২৮ জানুয়ারি, ২০২৫) ফরাসি ক্লাব ব্রেস্তের বিপক্ষে শুধু জিতলেই হবে না তাদের, অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। এই চাপের মাঝেই কিনা রিয়াল বস কার্লো আনচেলত্তিকে কথা বলতে হচ্ছে তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের দলবদলের ব্যাপারে! যদিও লস ব্ল্যাঙ্কসদের ইতালিয়ান কোচের বিশ্বাস- ভিনিসিয়ুস ‘গৌরব’কে টাকার চেয়ে বেশি মর্যাদা দিয়ে থেকে যাবেন মাদ্রিদেই।

এই মাসের শুরু থেকেই ইউরোপ ভিত্তিক গণমাধ্যমগুলো দাবি করে আসছে সৌদি আরবের বেশ কিছু ক্লাব ভিনিসিয়ুসকে দলে টানার ব্যাপারে উঠে পড়ে লেগেছে। এর মাঝে মাদ্রিদ ভিত্তিক পত্রিকা মার্কা দাবি করে, সৌদি প্রো লিগের দল আল আহলি নাকি রিয়ালকে রেকর্ড ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলারের লোভনীয় একটা প্রস্তাব দিবে ভিনিকে দলে ভেড়ানোর জন্য। উল্লেখ্য এর আগে গত গ্রীষ্মেও এই ব্রাজিলিয়ানের জন্য একবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিল প্রো লিগের কিছু দল।

আরো পড়ুন:

 

অন্যদিকে মাদ্রিদ ভিত্তিক আরেক সংবাদমাধ্যম ডিয়ারিও এএস সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫) দাবি করেছে যে, সৌদির একটি ক্লাব ভিনিসিয়ুসকে পাঁচ বছরের চুক্তি প্রস্তাব করতে প্রস্তুত। যাখানে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। পাশাপাশি ৩০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি পাবে রিয়াল। যদিও ভিনির বর্তমান চুক্তির রিলিজ ক্লজ ১০০০ মিলিয়ন ইউরো।

তবে এই ব্যাপারগুলোকে একদমই গায়ে মাখাচ্ছেন না রিয়াল বস কার্লো। ভিনির ব্যাপারটা বুঝানোর জন্য তিনি সাবেক লস ব্ল্যাঙ্কস তারকা টনি ক্রুসের প্রসঙ্গ টেনে আনেন। ২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক এই মিডফিল্ডার। সেই প্রস্তাব নাকচ করে দিয়ে ক্রুস রিয়ালেই থেকে যান এবং গত বছর অবসর নেন। আনচেলত্তি সেই দৃষ্টান্ত টেনে বলেন, “আমি ফুটবলে সবকিছুই বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি পেরেছিলাম। আমি সবকিছু বুঝি।”

আনচেলত্তির বিশ্বাস ভিনি টাকা এবং গৌরবের মাঝে পরেটাই বেছে নিবেন, “এগুলো মূলত ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় ভিনিসিয়ুস এখানে দারুণ আছে। রিয়ালে থেকে শিরোপা জিততেই সে অপেক্ষা করছে। আমি মনে করি সে গৌরব বাছাই করার কথা ভাবছে।”

এদিকে চ্যাম্পিয়নস লিগে ব্রেস্তের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ টেবিলের ১৬তম স্থানে অবস্থান করছে। বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড এবং জুভেন্টাসেরও সমান পয়েন্ট। তবে রিয়ালের সরাসরি শেষ ষোলোতে খেলার সম্ভাবনার ব্যাপারে বলতে গিয়ে আনচেলত্তি জানান, “আমরা আমাদের খেলা নিয়ে মনোযোগী থাকব। লক্ষ্য হলো জেতা এবং যতটা সম্ভব টেবিলের উপরের দিকে থাকা। তারপর  তারপর যা হবে তা দেখব।” 
  
 

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়