রাসেল-ওয়ার্নার-নারিনসহ পাঁচ বিদেশির সঙ্গে রংপুরের চুক্তি
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
টানা আট জয়ে আগেই নিশ্চিত হয়েছিল প্লে’অফ। এরপর হারের হ্যাটট্রিক করে রংপুর রাইডার্স। অ্যালেক্স হেলসের মতো ব্যাটার চলে যাওয়ায় ভুগতে থাকে দলটি।
তবে প্লে’অফের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। আন্দ্রে রাসেল-সুনীল নারিনসহ টি-টোয়েন্টির হটকেকদের সঙ্গে সেরে রেখেছে চুক্তি। এই দুজন ছাড়াও ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও আসিফ আলির সঙ্গে চুক্তি করেছে রংপুর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে’অফ এবং পরবর্তীতে যদি ফাইনালে ওঠে তাহলে এই বিদেশিদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) চিটাগং কিংসের বিপক্ষে হারের পর পাঁচ বিদেশির বিষয়ে নিশ্চিত করেছেন রংপুরের টিম ম্যানেজার আহসানুর রহমান মল্লিক। প্লে’অফ থেকে ম্যাচ বুঝে এই পাঁচজনের যে কাউকে আনা হবে বলে জানান তিনি।
রাসেল-নারিনকে পাওয়ার সম্ভাবনা কতটুক সেটি নিয়ে আছে সংশয়। দুই ক্যারিবিয়ান একই দল আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে।
বর্তমানে দলটির অবস্থান চতুর্থতে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি, তারা যদি ফাইনালে ওঠে তাহলে কাউকে পাওয়ার সম্ভাবনা নেই। বিপিএলের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি। তবে ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও আসিফ আলিকে পাওয়ার সম্ভবানা আছে। তিনজন এখন কোনো লিগে খেলছেন না।
এদিন চিটাগংয়ের বিপক্ষে বাজে ব্যাটিং-বোলিংয়ের খেসারত দিতে হয়েছে টানা তিন হার দিয়ে। আগে ব্যাটিং করে ৫ উইকেটে মাত্র ১৪৩ রান করে রংপুর। তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে চিটাগং।
ঢাকা/রিয়াদ/আমিনুল