বুড়ো বয়সে সেঞ্চুরিতে দ্বিতীয় খাজা

অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজার বয়স এখন ৩৮ বছর ৪২ দিন। এই বয়সে আজ বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) তিনি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৩৫ বলে ৮টি চার ও ১ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন খাজা। এটা ছিল তার টেস্ট ক্যারিয়ারের ষোড়শ সেঞ্চুরি। ২১০ বল খেলে ১০টি চার ও ১ ছক্কায় ১৪৭ রানে অপরাজিত আছেন খাজা।
এই সেঞ্চুরির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন খাজা। তার আগে স্টিভ ওয়াহ ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৮ বছর ১ মাস ১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। তিনি ১৫৬ রানের ইনিংস খেলে সেবার সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন।
তার ২২ বছর পর আজ খাজা সেই পথ মাড়ালেন। টেস্টে সেঞ্চুরি করলেন ৩৮ বছর ৪২ দিন বয়সে।তার ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে প্রথম দিন নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ২ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলে শেষ করেছে দিন। খাজা ১৪৭ ও স্মিথ ১০৪ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। ট্র্যাভিস হেড ৫৭ ও মার্নাস ল্যাবুশেন ২০ রান করে আউট হন।
ঢাকা/আমিনুল