ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উড়তে থাকা বোর্নমাউথকে হারিয়েও অস্বস্তিতে লিভারপুল 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৫  
উড়তে থাকা বোর্নমাউথকে হারিয়েও অস্বস্তিতে লিভারপুল 

না, বোর্নমাউথ কোন চমক দেখাতে পারল না। মোহাম্মদ সালাহর আরেকটি রেকর্ডের রাতে থামল বোর্নমাউথের স্বপ্নযাত্রা। লিভারপুলের বিপক্ষে হারার আগে সবধরনের প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল দলটি। এই স্বপ্নযাত্রায় তারা হারিয়েছিল ম্যানচেস্টার দুই দল ইউনাইটেড এবং সিটিকে। এমনকি আগের ম্যাচেই টেবিলের তৃতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে। তবে লিভারপুলের সামনে আত্মসমর্পণ করতেই হলো বোর্নমাউথকে। মূলত দুর্দান্ত ফর্মে থাকা সালাহর কাছেই হেরেছে তারা।

শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সালহার জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। তবে জিতেও স্বস্তিতে নেই অল রেডরা। দ্বিতীয়ার্ধে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড পেশির চোটে মাঠ থেকে বেরিয়ে যান। এদিকে বৃহস্পতিবার টটেনহ্যামের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ক্যারাবাও কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলতে নামবে আর্নে স্লটের দল।

আরো পড়ুন:

 

এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে ২৫ গোল এবং ১৭ অ্যাসিস্ট করা সালাহ বোর্নমাউথের বিপক্ষেও ছুঁয়েছেন একটা মাইলফলক। ম্যাচের প্রথম গোলটি ছিল ‘ইউরোপে সব দল’ মিলিয়ে সালাহর ৩০০তম। জোড়া গোলে যা হয়েছে ৩০১টি। আর অল রেডদের জার্সিতে সালাহর গোলসংখ্যা এখন ২৩৬টি।

প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়ের সুবাদে লিভারপুল ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।  আর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে বোর্নমাউথ। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে জয় পাওয়া নটিংহাম ফরেস্ট ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল, ফরেস্টের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে আরনল্ডের চোটে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে অলরেড বস স্লটের কপালে, “ ও আমাকে জিজ্ঞেস করেছিল তাকে বদলি করতে পারব কিনা। ও (আরনল্ড) কিছু একটা (বাজে) অনুভব করেছে।” চোটের গুরুত্ব বুঝাতে গিয়ে স্লট যোগ করেন, “এটা কখনোই ভালো না, যখন কোনো খেলোয়াড় নিজে বদলি হতে চায়।”

আরনল্ডকে স্পার্সের বিপক্ষে পাওয়া যাবে কি না, এই প্রশ্নের জবাবে স্লট জানান, “আমি অবাক হবো যদি ও বৃহস্পতিবার খেলে।”

সর্বশেষ

পাঠকপ্রিয়