ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাধারণ ভাবনায় অসাধারণ নাসুম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ৩ ফেব্রুয়ারি ২০২৫  
সাধারণ ভাবনায় অসাধারণ নাসুম

নাসুম আহমেদ তাহলে পুরো রংপুর রাইডার্সের সাথেই খেলল! যে ভাবনাতে রংপুর আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিঞ্চকে উড়িয়ে এনে চমক দেখাতে চেয়েছিল, নাসুম সেই ভাবনার কাছাকাছিতেও নেই। হুট করেই বিদেশিরা এসে অকল্পনীয় কিছু করবেন তেমনটা বিশ্বাস করেন না খুলনা টাইগার্সের এই স্পিনার। তার ভাবনাটা বেশ সরল, ‘‘বিদেশিরা তো আমাদের সহযোগিতা করার জন্য। খেলতে হবে স্থানীয়দের।’’

মিরপুরে সেই কাজটাই করে দেখিয়েছেন নাসুম, মিরাজরা। দুই স্পিনার ৩টি করে উইকেট নিয়ে শুরুতেই রংপুরকে ধসিয়ে দিয়েছেন। তাতে ভিঞ্চ, রাসেল, ডেভিডদের নিয়েও রংপুর গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে। একপেশে এলিমিনেটর ম্যাচ ৯ উইকেটে জিতে ফাইনালের পথে আরেকটু এগিয়ে গেল মিরাজের দল।

আরো পড়ুন:

৪ ওভারে ১ মেডেনে ১৬ রানে ৩ উইকেট নিয়ে নাসুম এই জয়ের নায়ক। সংবাদ সম্মেলন কক্ষে নিজের আসনে বসতেই অতি সাধারণ নাসুমের কথা, ‘‘রিমান্ডে এসেছি।’’ গণমাধ্যম সামলনো তার কাছে ‘‘রিমান্ড’’ মনে হলেও রাসেল, ডেভিডদের বল করার কাজটা বেশ আত্মবিশ্বাস নিয়েই করেছেন, ‘‘এই উইকেটে আমার বিদেশিদের বল করতে ভালোই লাগে (হাসি)। যে তিন জন বিদেশি খেলবে তা তো আগে জানতাম না। শুনছিলাম আসবে। সেভাবে পরিকল্পনাও করতে পারিনি।’’

তবে উইকেট ৮৫ রানে অলআউট হয়ে যাওয়ার মতোও ছিল না বলে মত নাসুমের, ‘‘১৮০ রানের উইকেট ছিল। আমার কাছে মনে হয় প্রথম রান আউটে (সৌম্য সরকার) তারা একটু ব্যাকফুটে চলে গেছে।’’

প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে খুলনা। প্রতিপক্ষ হিসেবে তারা চাইছে কাকে? নাসুমের সহজ কথা, ‘‘যেই আসুক টি-টোয়েন্টিতে সবাই সমান।’’ নিজেদের দলের শক্তি যে তাদের একতা সেটা বলতে ভুল করলেন না নাসুম, ‘‘আমাদের বেঞ্চের সবাই বেশ সামর্থ্যবান। কম্বিনেশনের জন্য খেলতে পারছে না। টিম বন্ডিং খুব ভালো। খেলি না খেলি সবাই এক আছি।’’

নতুন বলে নাসুম শুরুতে ২ ওভার করেন। তার করা প্রথম ওভারটিই ছিল মেডেন। সঙ্গে নেন ভিঞ্চের উইকেট। পরের ওভারে ফিরে আউট করেন সাইফ হাসানকে। নবম ওভারে নিজের শেষ ওভার করতে এসে পেয়ে যান টিম ডেভিডের উইকেট। শুরুতে টানা বোলিংয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাসুম বলেছেন, ‘‘টানা বোলিং করানোর একটাই কারণ তাদের ডানহাতি ব্যাটসম্যান বেশি ছিল। সেখানে আমার বল কার্যকরী ছিল। তাই মিরাজ টানা করিয়ে গিয়েছে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়