ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

নরকিয়ার বদলি হিসেবে বশেই আস্থা দক্ষিণ আফ্রিকার 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৫  
নরকিয়ার বদলি হিসেবে বশেই আস্থা দক্ষিণ আফ্রিকার 

আইসিসির বৈশ্বিক আসরের আগে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়ার চোটে পড়াটা একধরনের রীতি হয়ে দাঁড়িয়েছে। এই ৩১ বছর বয়সী পেসার চোটের কারণে ২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপ মিস করেছিলেন। আবারও চোটের কারণেই ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে পকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেতলে পারবেন না নরকিয়া। সেই জায়গায় প্রোটিয়া দলে সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার করবিন বশ।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) নরকিয়া ছিটকে যাওয়ার পর জেরাল্ড কোয়েৎজিকে বদলি করার পরিকল্পনা করেছিল। এমনকি এই অলরাউন্ডারকে চলমান ত্রিদেশীয় সিরিজের দলেও রাখা হয়। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান কোয়েৎজিও। তাই বাধ্য হয়েই বশকে দলে রাখেন নির্বাচকরা।

বশ সদ্য সমাপ্ত এসএটোয়েন্টিতে চ্যাম্পিয়ন দল এম আই কেপটাউনের হয়ে খেলেছেন। আসরটিতে ৮ ম্যাচ খেলে ১৭.৩৬ গড়ে ১১ উইকেট নেন তিনি। তবে ব্যাটিংয়ের সুযোগ সেভাবে পাননি এই ৩০ বছর বয়সী বোলিং অলরাউন্ডার। ক্যারিয়ারের এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেন বশ। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সে ম্যাচে অপরাজিত ৪০ রাবের পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট।

আরো পড়ুন:

অন্যদিকে বামহাতি ফাস্ট বোলার কওনা মাপাখাকে রিজার্ভ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে সিএসএ। বশ এবং মাপাখা, সঙ্গে ওপেনার টনি ডি জর্জি,  রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) করাচির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ত্রিদেশিয় ওয়ানডে সিরিজের বাকি অংশে দলের সঙ্গে যোগ দেবেন।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়