ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

দাপুটে জয়ে সিরিজ ভারতের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫
দাপুটে জয়ে সিরিজ ভারতের

নাগপুরের পরে কটক। দাপুটে জয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে ভারত। আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে কটকে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রান করে। জবাবে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৪৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। নিশ্চিত করে ২-০ ব্যবধানে সিরিজ জয়ও।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। তারা দুজন ১৬.৩ ওভারেই দলীয় সংগ্রহ যোগ করেন ১৩৬ রান। এই রানে গিল ফিরেন ৯টি চার ও ১ ছক্কায় ৬০ রান করে। ১৫০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। বিরাট কোহলি ফিরেন ব্যক্তিগত ৫ রানে। সেখান থেকে রোহিত ও শ্রেয়াস আয়ার ৭০ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে।

আরো পড়ুন:

২২০ রানের মাথায় ফিরেন রোহিত। যাওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ও আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করেন। মাত্র ৯০ বল খেলে ১২টি চার ও ৭ ছক্কায় ১১৯ রানের ঝকঝকে ইনিংসে খেলে যান অধিনায়ক।

এরপর আয়ারের ৪৪ ও অক্ষর প্যাটেলের অপরাজিত ৪১ রানের ইনিংসে ভর করে ভারত ৪ উইকেট ও ৩৩ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়।

বল হাতে ইংল্যান্ডের জেমি ওভারটন ৫ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন, আদিল রশিদ ও লিয়াম ভিলিংস্টন। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হন রোহিত।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮১ রান তোলে ইংল্যান্ড। এই রানে উদ্বোধনী ব্যাটসম্যান ফিল সল্ট আউট হন ২৬ রান করে। সেখান থেকে বেন ডাকেট ও জো রুট দ্বিতীয় উইকেটে ২১ রানের বেশি যোগ করতে পারেননি। ১০২ রানের মাথায় ডাকেট ফিরেন ৫৬ বলে ১০টি চারে ৬৫ রানের ইনিংস খেলে।

তৃতীয় উইকেট জুটিতে রুট ও হ্যারি ব্রুক ৬৬ রান যোগ করেন। ১৬৮ রানের সময় ব্রুক ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর রুট ও বাটলার টানেন দলীয় সংগ্রহকে। ২১৯ রানের মাথায় বাটলারের বিদায়ে ইতি ঘটে এই জুটির। অধিনায়ক ২ চারে ৩৪ রানের বেশি করতে পারেননি।

২৪৮ রানের মাথায় গিয়ে রুট ফিরেন সর্বোচ্চ ৬৯ রান করে। তার ইনিংসে ৬টি চারের মার ছিল। নতুন ব্যাটসম্যান জেমি ওভারটন অবশ্য সুবিধা করতে পারেননি। ২৫৮ রানে তিনি ফেরেন ব্যক্তিগত ৬ রানে। গাস অ্যাটকিনসনও ফিরেন দ্রুত। ২৭২ রানের মাথায় আউট হন তিনি। ৩ রানের বেশি করতে পারেননি এই অলরাউন্ডার।

এরপর আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টন দ্রুত রান তুলে আগাতে থাকেন। ২৯৭ রানের মাথায় ৩ চারে ১৪ রানে ফিরেন রশিদ। আর ৩০৪ রানের সময় লিভিংস্টন আউট হন ২ চার ও ২ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে। একই রানে মার্ক উড গোল্ডেন ডাক মেরে রান আউট হলে ইংল্যান্ডের ইনিংসের যবনিকাপাত ঘটে।

বল হাতে ভারতের রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, হরষিত রানা, হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়