ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

বরিশালে তামিমদের শিরোপা উৎসব পণ্ড

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২৩:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫
বরিশালে তামিমদের শিরোপা উৎসব পণ্ড

চরম অব্যাবস্থাপনা ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে বরিশালে তামিম ইকবালদের শিরোপা জয়ের ট্রাফি উৎসব পণ্ড হয়েছে। এসময় দর্শকদের ছোড়া ইট-পাটকেলের আঘাত ও ধাক্কায় সাংবাদিকসহ কমপক্ষে অর্ধশতাধিক দর্শক অসুস্থ্য হয়ে পড়ে। তবে প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ্য হন। দর্শকদের এমন বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানে অংশ না নিয়েই ফিরে যান ফরচুন বরিশাল টিমের অধিনায়ক তামিমসহ অন্যরা।

টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে নেওয়ার পর নিজেদের শহর বরিশালে ট্রাফি উৎসবের আয়োজন করেছিল ফরচুন বরিশালের কর্ণধার মো. মিজানুর রহমান।

প্রথমবারের মতো বরিশালে ট্রাফি উৎসবের আয়োজন করার খবরে রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল থেকেই অনেকটা উৎসবমুখর হয়ে ওঠে বরিশাল নগরী। গত আসরে প্রথমবারের মতো ট্রাফি জিতলেও বরিশাল নগরীতে ট্রফি উৎসব করা হয়নি তামিম ইকবালদের। তবে দ্বিতীয়বারের মতো ট্রাফি জেতায় বরিশালের ট্রফি উৎসবের সিন্ধান্ত নেন তামিম ইকবালের টিম। এমন খবরে দুপুরের মধ্যেই হাজার হাজার ক্রিকেটপ্রেমীদের পদচারণায় নগরীর বেলস পার্ক ময়দান পূর্ণ হয়ে যায়।

দুপুর আড়াইটার সময় মঞ্চে উপস্থিত হওয়ার কথা থাকলেও বিকেল ৪টার দিকে ক্রিকেটাদের বহনকারী গাড়ি মঞ্চের কাছাকাছি পৌঁছায়। এর আগে বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কায়সার, পটুয়াখালী সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্য অতিথিরা মঞ্চে আসেন।

বিকেল পৌনে ৪টার দিকে দর্শকদের উপস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আয়োজকদের। মাঠের শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ভলান্টিয়ার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় পুরো বেলস পার্কজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আয়োজকদের কোনো কমান্ডই মানছিল না দর্শকরা। এক পর্যায়ে অল্পসংখ্যক পুলিশ সদস্য দর্শকদের নিবৃত্ত করতে চেষ্টা করেও ব্যর্থ হন।  বিকেল ৪টার দিকে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও তামিম ইকবালসহ খেলোয়াড়দের বহনকারী গাড়িটি মঞ্চের কাছাকাছি আসে। এসময় দর্শকরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখতে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়েন।

এসময় পুরো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আয়োজকরা দর্শকদের সামাল দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে ভিড়ের চাপে অতিথিদের জন্য মঞ্চের সামনে রাখা চেয়ার ও সোফা ভেঙেচুরে যায়; আহত হন সাংবাদিকসহ অতিথিরা। এসময় পুরো এলাকাজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলেও সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের নিবৃত্ত করা যায়নি। ফলে নিরাপত্তার কারণে তামিমসহ অন্যরা দ্রুত বেলস পার্ক ময়দান ত্যাগ করতে বাধ্য হন। হট্টগোল ও বিশৃঙ্খলায় পণ্ড হয় আনন্দ উৎসব, বাতিল হয় কনসার্ট।

বরিশাল/পলাশ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়