ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়নস ট্রফিতে যেসব ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সৈকত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফিতে যেসব ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সৈকত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। যেখানে খেলবে বাংলাদেশও। শান্ত-সৌম্য-মুশফিকরা ছাড়াও মাঠের দায়িত্ব পালন করার ক্ষেত্রে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে এই টুর্নামেন্টে আছেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। উদ্বোধনী দিনেই মাঠে দায়িত্ব পালন করবেন তিনি।

১৯ ফেব্রুয়ারি করাচি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে অপর ফিল্ড আম্পায়ার হলেন রিচার্ড ক্যাটেলবরা। এছাড়া জোয়েল উইলসন থাকবেন টিভি আম্পায়ার। অন্যদিকে আলেক্স ওয়ার্ফ থাকবেন চতুর্থ আম্পায়ার। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু পেক্রফট।

আরো পড়ুন:

২১ ফেব্রুয়ারি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশি এই তারকা আম্পায়ার।

এরপর ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। তার সঙ্গে থাকবেন জোয়েল উইলসন।

১ মার্চ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়