ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

ব্রাজিলের ৬ গোল হজমে শুরু, শিরোপা জয়ে শেষ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
ব্রাজিলের ৬ গোল হজমে শুরু, শিরোপা জয়ে শেষ 

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছিল ব্রাজিলের। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোল হজম করে আসর শুরু করেছিল সেলেসাওরা। সেই পরাজয়ের পর অনেকেই তাদের শিরোপা জয়ের দৌড়ের বাইরে রেখেছিল। অপরদিকে, আর্জেন্টিনা তখন শিরোপা জয়ের প্রধান দাবিদার হয়ে ওঠে। তবে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে, শেষমেশ সাম্বার দেশের যুবাদের মুখেই শেষ হাসি। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল।

রোববার (১৬ ফেব্রিয়ারি, ২০২৫) দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে চিলিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল। আলবিসেলেস্তারা জয় তো পায়নি, উল্টো ৩-২ গোলে হেরে গিয়েছে প্যারাগুয়ের বিপক্ষে। চূড়ান্ত পর্বে প্রথম ৪ ম্যাচ শেষে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ছিল সমান ১০ করে। ফলে শেষ ম্যাচ দিয়েই শিরোপা নির্ধারণের অপেক্ষায় ছিল দুই দল।

আরো পড়ুন:

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে চিলির মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত কোনো গোল না হলেও পরের ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস গোল করলে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যায় ব্রাজিল। একই সাথে ‍(‍+৪) গোল ব্যবধানে এগিয়ে থাকে তারা। শিরোপা জয়ের জন্য প্যারাগুয়ের বিপক্ষে তাই ৪ গোলের ব্যবধান রেখে হয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার সামনে। একই মাঠে একটু পরে এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচই হেরে যায় আলবিসেলেস্তারা।

সুতরাং ৩ পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা নিশ্চিত করে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা। ৮টি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। অন্যদিকে আর্জেন্টিনার শিরোপা ৫টি।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়