ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫
সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ

২০১৪ সালে সাকিব আল হাসানকে গাজী ট‌্যাংকে সাইন করিয়েছিলেন লুৎফর রহমান বাদল, ডানপাশে এবারের সাইনিং পেপার

সম্পর্কটা তাদের মধ্যে অনেক আগের থেকেই ভালো। সাকিব আল হাসান যখন সাকিব হয়ে-ও ওঠেননি তখন তাকে চড়া মূল্যে নিজের ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে নিয়েছিলেন ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল। এরপর মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জে সাকিবকে সাথে নিয়েই দল গড়েছেন বাদল।

নাজমুল হাসান পাপনের বোর্ড ক্ষমতায় আসার পর তাদের সমালোচনা করায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর নানা জটিলতায় পড়ে দেশ ত্যাগও করতে হয় তাকে। তবে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখেননি। নিজের দল লিজেন্ডস অব রূপগঞ্জকে পরিচালনা করেছেন দারুণভাবে। এ সময়ে তার দল চ্যাম্পিয়ন হতে না পারলেও ভালো পারফরম্যান্স করে ছিলেন আলোচনায়। বাদল দেশে না থাকলেও তার দলে খেলেছেন সাকিব।

আরো পড়ুন:

দেশে ক্ষমতা পরিবর্তনের পরপরই বাদল ফিরে আসেন। আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেজন্য দলবদল শুরু হয়েছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে। আগামীকালও হবে দলবদল। বাদলের লিজেন্ডস অব রূপগঞ্জ দলবদলের প্রথম দিনই আলোচনায়। কেননা বাদলের রূপগঞ্জ সাইন করিয়েছে সাকিবকে। মিরপুর হোম অব ক্রিকেটের সিসিডিএম অফিসে বাদল নিজে সাকিবের ফর্ম তুলে আনুষ্ঠানিকতা শেষে জমা দিয়েছেন। গত বছর শেখ জামালের হয়ে খেলেছেন সাকিব। এবার তার পুরোনো ঠিকানা রূপগঞ্জ।

কিন্তু সাকিব খেলতে পারবেন কিনা সেটাই বিরাট প্রশ্নের। মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে পারেননি তিনি। খেলতে পারেননি বিপিএলেও চিটাগং কিংসের হয়ে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। সঙ্গে মাঠে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন। দুইবার পরীক্ষা দিয়েও পারেননি উতরাতে।

ঢাকা লিগে খেলতে হলে তাকে প্রথমে দেশে ফিরতে হবে এবং একই সঙ্গে বোলিং অ্যাকশনেও পাস করতে হবে। রূপগঞ্জের চেয়ারম্যান বাদলের বিশ্বাস সব বাধা পেরিয়েই সাকিবকে পাওয়া যাবে ঢাকা লিগে।

‘‘আমি মনে করি ও (সাকিব) একটা দেশের সম্পদ। এই সম্পদ এতো তাড়াতাড়ি হারিয়ে যাবে, ঝরে যাবে…এটা আমি অনুভব করছি। ওকে যেভাবেই হোক রেসকিউ করে হলেও মাঠে আনতে হবে। ওর এখনো অনেক কিছু দেওয়ার মতো আছে। আমার সাথে যেটা কথা হয়েছে, কিছুদিন পর ইংল্যান্ডে যাচ্ছে তৃতীয় টেস্ট দিতে যাবে (বোলিং অ্যাকশন) রোজার মধ্যে। একজন কোচও নিয়েছে ইংল্যান্ডের। কোচ অ্যাগ্রি করলে আবার পরীক্ষা দেবে। পরীক্ষায় পাস করলে আমার ধারনা সে বাংলাদেশে এসে খেলতে পারবে। আমরা তাকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সেজন্যই তো নেওয়া। নইলে আমরা নেব কেন? যদি না-ই খেলতে পারে।’’

তিনি আরও বলেন, ‘‘একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাজনীতিবিদ সাকিবকে দলে নেইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি।

সিসিডিএম জানিয়েছে, জাতীয় দলে খেলার অ্যাসাইনমেন্টে যারা বাইরে আছে এবং নিজেদের ব্যক্তিগত কাজে যারা বাইরে আছে তাদের দলবদল অনলাইনে করার সুযোগ রয়েছে। সাকিবের ক্ষেত্রে সেই সুযোগটিই নিয়েছে রূপগঞ্জ। তার রেজিস্ট্রেশন নম্বর ৯৩৫০।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়