সালমা জেতালেন মোহামেডানকে, গুলশানের প্রথম হার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে শুক্রবার দিনের একমাত্র ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশাল ব্যবধানে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব ওমেন্স ক্রিকেট দলকে। আগে ব্যাটিং করে মোহামেডান ১৫৭ রানে গুটিয়ে গেলেও দারুণ বোলিং নৈপূণ্যে তারা গুলশানকে ইয়ুথ ক্লাবকে আটকে ফেলে ৬৭ রানে।
৯০ রানে লিগের তৃতীয় জয় তুলে নিয়েছে মতিঝিল পাড়ার দলটি। তাদের জয়ের নায়ক অধিনায়ক সালমান খাতুন। অলরাউন্ড পারফরম্যান্সে জ্বলে উঠেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। প্রথমে ব্যাট হাতে ৭৮ বলে ৬ চারে ৫০ রান করেন। পরে বল হাতে ৬ ওভার হাত ঘুরিয়ে ৮ রানে পেয়েছেন ৩ উইকেট।
টস হেরে ব্যাটিং করতে নেমে মোহামেডানের ব্যাটিং একদমই ভালো হয়নি। শুরু ছয় ব্যাটসম্যানের কেউই ত্রিশের ঘর পেরোতে পারেননি। সাতে নেমে সালমা দায়িত্বশীল ইনিংস খেলে দলের পুঁজি বাড়ান। তাকে সঙ্গ দেন আয়েশা রহমান শুকতারা। ২৬ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ইনিংসের শুরুতে দলটির বিদেশী ক্রিকেটার জেসিয়া আক্তার করেন ২২ রান।
গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে বল হাতে ৩২ রানে ৩ উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি।
জবাব দিতে নেমে মোহামেডানের বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ঞার তোপে এলোমেলো হয়ে যায় গুলশানের ব্যাটিং। ফারিহা ২২ রানে ৪ উইকেট নেন। এছাড়া সালমার ৩ এবং মেঘলা ও রুমানার ১ উইকেটে মোহামেডান অল্পতেই আটকে দেয় ক্লাবটিকে। রিতু মনি দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন।
চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে মোহামেডান। গুলশান ইয়ুথ ক্লাবের এটি পঞ্চম ম্যাচে প্রথম হার। আট পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে।
ঢাকা/ইয়াসিন