ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইংলিশদের উড়িয়ে আফগানদের স্বপ্নভঙ্গ করলো দ. আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ১ মার্চ ২০২৫   আপডেট: ২১:৫২, ১ মার্চ ২০২৫
ইংলিশদের উড়িয়ে আফগানদের স্বপ্নভঙ্গ করলো দ. আফ্রিকা

আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিতের জন্য প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়। হয়েছে ঠিক উলটোটা। ইংলিশদের উড়িয়ে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমি নিশ্চিত করেছে প্রোটিয়া শিবির। 

অস্ট্রেলিয়ার সেমি নিশ্চিত হয়েছিল গতকালই। যদি ইংল্যান্ড জয় পেতো তাহলে রানরেটের হিসেব-নিকেশে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো এক দল সেমিতে যেতো। টেম্বা বাভুমার দলের জয়ে সেই হিসেবে আর যেতে হয়নি। 

 করাচিতে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩৮.২ ওভারে মাত্র ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। তাড়া করতে নেমে মাত্র ২৯.১ ওভারে ৭ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। রসি ভ্যান ডার ডুসেন সর্বোচ্চ ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

শুরুতেই দলটি ওপেনার ট্রিস্টান স্টাবসকে হারায়। শুন্য রানে ফেরেন তিনি। এরপর ডুসেন ক্রিজে এসে এক প্রান্তে আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৪ রান করেন হেনরিক ক্লাসেন।  জোফরা আর্চার নেন ২ উইকেট। 

আফগানদের কাছে হেরে আগেই বাদ পড়া ইংলিশ শিবির পুরাই টালমাটাল অবস্থায়। শুরু থেকে উইকেটের মিছিলে কোনোমতে ১৮০ রানের লক্ষ্য দেয়। সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। ইংলিশদের হয়ে শেষ ম্যাচে নেতৃত্ব দিতে নামা জস বাটলারের রান ২১। আর কেউ বিশের বেশি কর‍তে পারেনি। মার্কো জানসেন-ভিয়ান মাল্ডার সর্বোচ্চ ৩ উইকেট করে নেন। ম্যাসেরার পুরস্কার ওঠে জানসেনের হাতে। 

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়