ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

বিশ্বকাপ আয়োজনকে বিশাল সম্মানের বললেন ট্রাম্প

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১৭:০৭, ৮ মার্চ ২০২৫
বিশ্বকাপ আয়োজনকে বিশাল সম্মানের বললেন ট্রাম্প

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো। বিশ্বকাপ যখন ক্রমশ সামনে এগিয়ে আসছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি একটি ফেডারেল টাস্ক ফোর্স নেতৃত্ব দেবেন, যা টুর্নামেন্টের নিরাপত্তা এবং লজিস্টিক প্রস্তুতি তদারকি করবে। বিশ্বকাপের যৌথ আয়োজক তিন দেশের মাঝেই এখন রাজনৈতিক ও অর্থনৈতিক লড়াই চলছে।

ট্রাম্প আয়োজক দেশগুলোর মধ্যে বিরাজমান অমসৃণ সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলেন, “আমি মনে করি এটি (টাস্ক ফোর্স) আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। উত্তেজনা একটি ভালো জিনিস।”

আরো পড়ুন:

টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্র সরকারের সমন্বয়ের আয়োজনের তদারকি করবেন। সারা বিশ্বের কোটি-কোটি আন্তর্জাতিক দর্শকের জন্য উচ্চমানের সুবিধা প্রদান নিশ্চিত করা এই ফোর্সের কাজ। ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র মূল আয়োজক হিসেবে ভূমিকা পালন করার সুযোগ পেয়েছে বিধায় তিনি গর্বিত।

ট্রাম্প বলেন, “এটি আমাদের দেশের জন্য একটি বিশাল সম্মানের।” তিনি আরও যোগ করেন যে, তিনি বিশ্বকাপ চলাকালীন অনেকগুলো ম্যাচ দেখতে চান।

২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দল প্রতিযোগিতা করবে। তিন আয়োজক দেশে মোট ১০৪টি ম্যাচ হবে। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের একটি আসর তিন দেশে হচ্ছে। এরমাঝে ৭৮টি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। মেক্সিকো ও কানাডা প্রতিটি ১৩টি করে ম্যাচ আয়োজন করবে। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের বিশাল পরিসর এবং আয়োজনের দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, “আমাদের লক্ষ্য হলো প্রতিটি দর্শকের নিরাপদ, সুখী এবং বিশেষ কিছুর অংশ হওয়া নিশ্চিত করা। আমরা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজন করতে এসেছি।”

ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো সৌজন্যস্বরূপ ট্রাম্পকে একটি ব্যক্তিগত গেম বল উপহার দিয়েছেন। তাছাড়া ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের বিজয়ীকে দেওয়া জটিল ট্রফিটি উন্মোচন করেছেন। ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজকও যুক্তরাষ্ট্র।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়