ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিউদের বদলি অধিনায়ক ল্যাথামও চোটে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১৮:১৩, ২৭ মার্চ ২০২৫
কিউদের বদলি অধিনায়ক ল্যাথামও চোটে

একেই মনে হয় বলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। আইপিএলে অংশ নেওয়ায়, নিউ জিল্যান্ড একাদশের ৬-৭ জন ক্রিকেটার নেই স্কোয়াডে। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন পুরোটা সময়ই আইপিএলে ব্যস্ত থাকবেন। বাধ্য হয়েই কিউইদের ওয়ানডে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল টম ল্যাথামকে। এবার চোটে পড়ে ছিটকে গেলেন সেই বদলি কাপ্তান লাথামও।

ক্রিকেট নিউ জিল্যান্ডের তরফ থেকে বলা হয়েছে, ল্যাথামের ডান হাতের হাড়ে চিড় ধরা পড়েছে। তাই, পাকিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অনুশীলনে ব্যাটিং করার একটি বল এসে ল্যাথামের হাতে লাগে। পরে এক্স-রেতে চিড় ধরা পড়ে। সাথে সাথেই প্লাস্টার করা হয়েছে। কমপক্ষে চার সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন হবে তাকে।

আরো পড়ুন:

ল্যাথামের পরিবর্তে কিউই স্কোয়াডে যুক্ত করা হয়েছে ব্যাটসম্যান হেনরি নিকোলসকে। অন্যদিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মাইকেল ব্রেসওয়েলের কাঁধে। এই বোলিং অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে কিউইদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিয়েছেন।

অন্যদিকে ব্ল্যাকক্যাপস ওপেনার উইল ইয়ং শেষ ২টি ওয়ানডে খেলতে পারবেন না। এই অভিজ্ঞ ওপেনার তাদের প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় স্ত্রী'র পাশে থাকতে ছুটি চেয়েছেন বোর্ডের কাছে। তাই রিস মেরিউ প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিউ জিল্যান্ড দলে। রিস মেরিউ ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২৭.৩ গড় ও ৮১.২ স্ট্রাইক রেটে ৩২৮ রান করেছেন।

নিউ জিল্যান্ড দলের পরিবর্তিত স্কোয়াড
মুহাম্মদ আব্বাস, আদি আশোক, মাইকেল ব্রেসওয়েল (সিরিজ ক্যাপ্টেন), হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে (উইকেট কিপার), নিক কেলি, ড্যারেল মিচেল, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং (ম্যাচ ১), রিস মেরিউ।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়