ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলের জন্য ধোনির থাকা আবশ্যক: ক্রিস গেইল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২ এপ্রিল ২০২৫  
আইপিএলের জন্য ধোনির থাকা আবশ্যক: ক্রিস গেইল

মহেন্দ্র সিং ধোনি—যিনি ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ৪৩ বছর বয়সেও আইপিএল খেলছেন এই কিংবদন্তি। তবে তার ব্যাটিং পজিশন ও পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছে।

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচেই ধোনি ব্যাট হাতে এসেছেন লোয়ার অর্ডারে। প্রথম ম্যাচে ৮ নম্বরে নামলেও, ব্যাট করবার আগেই দল জয় পেয়ে যায়। দ্বিতীয় ম্যাচে ৯ নম্বরে নেমে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেললেও দল হেরে যায়। তৃতীয় ম্যাচে ৭ নম্বরে নেমে ১১ বলে ১৬ রান করেন, তবে দলকে জেতাতে পারেননি।

আরো পড়ুন:

ধোনির এই নিচের দিকে ব্যাটিং করার পেছনে কারণ ব্যাখ্যা করেছেন চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। তার মতে, ফিটনেস সমস্যাই এর প্রধান কারণ। ফ্লেমিং বলেন, ‘‘ধোনি তার শরীর সম্পর্কে সচেতন। তার হাঁটু আগের মতো নেই, যদিও বাইরে থেকে দেখে বোঝা যায় না। দীর্ঘক্ষণ ব্যাটিং এবং উইকেটকিপিং করা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।’’

এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলছেন, অন্য কোনো ক্রিকেটার হলে কি এতটা সুযোগ পেতেন? তবে কিংবদন্তি ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইল সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন। গেইলের মতে, ধোনি শুধুমাত্র একজন ক্রিকেটার নন, তিনি আইপিএলের জন্য অপরিহার্য।

এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘‘ধোনির অবদান তুলনাহীন। তার উপস্থিতিই আইপিএলকে নতুন মাত্রা দেয়। তাকে নিয়ে অহেতুক চাপ সৃষ্টি করা উচিত নয়। বরং তার মতো কিংবদন্তির প্রতি সম্মান জানানো দরকার। কারণ, তিনি আইপিএলকে অনেক কিছু দিয়েছেন।’’

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়