ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গ্রেফতার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৪ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৪৮, ৪ এপ্রিল ২০২৫
কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গ্রেফতার

কানাডার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন বার্বাডোসে পুলিশের হেফাজতে রয়েছেন। সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে। প্রথমে ‘জ্যামাইকা গ্লিনার’ পত্রিকা এই তথ্য জানায়। ২৬ বছর বয়সী কার্টনকে রোববার (৩০ মার্চ) আটক করা হয়। তবে গ্রেফতারের নির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে ক্রিকেট কানাডা (সিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পুরো পরিস্থিতি নজরে রাখছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা নিকোলাস কার্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তার আটকের বিষয়ে অবগত আছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আমরা পরিস্থিতির সব আপডেট পর্যবেক্ষণ করছি।’’

আরো পড়ুন:

সংস্থাটি স্বচ্ছতা ও নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি জানিয়েছে, এই ঘটনার পরও দলের প্রস্তুতি ব্যাহত হবে না। ‘‘এই পরিস্থিতির সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমাদের জাতীয় দল আগামী নর্থ আমেরিকা কাপের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগী রয়েছে’’ —বিবৃতিতে আরও উল্লেখ করা হয়।

কানাডা আগামী ১৮ এপ্রিল থেকে কেম্যান দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া ‘নর্থ আমেরিকা কাপের’ প্রথম আসরে অংশ নেবে। এই টুর্নামেন্টে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্র, বারমুডা, বাহামাস এবং আয়োজক দেশ কেম্যান দ্বীপপুঞ্জ প্রতিদ্বন্দ্বিতা করবে।

তবে নিকোলাস কার্টনের এই অবস্থায় আসন্ন টুর্নামেন্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, এখনো তার দলে থাকা না থাকা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বার্বাডোসে জন্ম নেওয়া কার্টন কানাডার ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। কানাডার হয়ে খেলার আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান কানাডার হয়ে এখন পর্যন্ত ২১টি ওয়ানডেতে ৫১৪ রান এবং ২৮টি টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়