ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিসিএল ছেড়ে আইপিএলে বোশ, মিলল পিসিবির নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১১ এপ্রিল ২০২৫  
পিসিএল ছেড়ে আইপিএলে বোশ, মিলল পিসিবির নিষেধাজ্ঞা

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বোশকে এক বছরের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ক্রিকেটার ২০২৫ পিএসএল মৌসুম শুরুর আগে হঠাৎ আইপিএলে যোগ দেন। ফলে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বোশের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় পিসিবি।

বোশকে চলতি বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফটে পেশোয়ার জালমি ‘ডায়মন্ড ক্যাটাগরি’তে দলে নিয়েছিল। ৩০ বছর বয়সী ক্রিকেটার আর আগে হয়ে যাওয়া আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে, চলমান আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের লিজার্ড উইলিয়ামস চোট পাওয়ায় বোশকে দলে পেতে চায় আইপিএলের ফ্র্যাঞ্জাইটি। পিএসএল শুরুর কয়েক সপ্তাহ আগে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় বোশের উপর এসেছে নিষেধাজ্ঞা।

আরো পড়ুন:

পিএসএলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বোশ বলেন, “পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আমি আমার কার্যকলাপে যেসব প্রত্যাশা ভেঙে দিয়েছি, তা আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছি। পেশোয়ার জালমির নিবেদিতপ্রাণ ভক্তদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।”

বোশ আরো জানান পিসিবির এই সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন এবং এই ভুলের অভিজ্ঞতা থেকে তিনি সামনের দিনগুলোর জন্য শিক্ষা পেয়েছেন। ভবিষ্যতের, “আমি এই সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। অর্থদণ্ড ও এক বছরের নিষেধাজ্ঞাও মেনে নিচ্ছি। এটি আমার জন্য একটি কঠিন শিক্ষা ছিল। তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হয়ে পিএসএলে ফিরে আসার আশা রাখছি।”

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়