ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হ্যাটট্রিক জয়ের পর মিলল হারের স্বাদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৭ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৪০, ১৭ এপ্রিল ২০২৫
হ্যাটট্রিক জয়ের পর মিলল হারের স্বাদ

ব্যাটিং ব্যর্থতার ফল হাতে নাতে পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। টানা তিন জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে লাহোরে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে ২২৮ রানের লক্ষ্য দেয় নিগার সুলতানা জ্যোতির দল। তাড়া করতে নেমে ২৪ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ।

আরো পড়ুন:

চার ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে জিতলে বাংলাদেশ পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট। হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের দিকে।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫১ রান নিয়ে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চিনেল্লে হ্যানরি। এ ছাড়া স্ট্যাফাইন টেলর ৩৬, হ্যালি ম্যাথুজ ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৯ ওভারে ৩৮ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মারুফা আক্তার।

এর আগে বাংলাদেশের প্রথম উইকেট চলে যায় ১৬ রানে। এরপর শতাধিক রানের জুটি। তবুও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দল। ২ উইকেটে ১৩৪ থেকে বাংলাদেশ থামে ২২৭ রানে।

শুরুতেই ফেরেন সোবহানা মোস্তারি (৬)। প্রথম উইকেটের পতনের পর ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক-শারমিন আক্তার। ফারজানা ৪২ রানে আউট হলে ভাঙে জুটি।

ফারজানার আউটের পর ফেরেন ফিফটি হাঁকানো শারমিন আক্তারও। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। এরপর শুরু হয় উইকেটের মিছিল। কোনো ব্যাটারই লম্বা ইনিংস খেলতে পারেননি।

শেষ দিকে নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খানের (২৩) ব্যাটে ভর করে দুইশ পার করতে পারে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ৫ রান করেন। ১৫ রান আসে রিতু মণির ব্যাট থেকে। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর পেরোতে পারেনি।

উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আলিয়াহ অ্যালিয়েন। এছাড়া ২ উইকেট করে নেন হ্যালি ম্যাথুস-আফি ফ্লেচার।

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়