ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনচেলত্তির স্বপ্নদল: ঘোষণার আগেই ১২ তারকার নাম ফাঁস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২০ মে ২০২৫   আপডেট: ১৪:০৮, ২০ মে ২০২৫
আনচেলত্তির স্বপ্নদল: ঘোষণার আগেই ১২ তারকার নাম ফাঁস

বিশ্ব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যদিও আনুষ্ঠানিক পরিচয় হবে ২৬ মে। তবে ইতোমধ্যেই পর্দার আড়ালে তার কাজ শুরু হয়ে গেছে পুরোদমে। আর সেই প্রস্তুতির এক ঝলক যেন আগেভাগেই ফাঁস হয়ে গেল সংবাদ মাধ্যমে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে ২৮ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে ফিফার কাছে। যেখানে আনচেলত্তির পছন্দের রূপরেখা ফুটে উঠেছে স্পষ্টভাবে। ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’র এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ১২ ফুটবলারের নাম। যাদের আনচেলত্তি নাকি ব্যক্তিগতভাবে খেয়াল রাখছেন এবং অনেকের নাম মূল দলে থাকার প্রবল সম্ভাবনা।

আরো পড়ুন:

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে জুনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ব্রাজিলের সামনে। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচগুলোর জন্য আনচেলত্তি ঘোষণা করবেন চূড়ান্ত ২৩ সদস্যের দল। তবে তার আগেই আলোচনায় উঠে এসেছে কিছু পরিচিত ও অপ্রত্যাশিত মুখ।

আলোচিত ১২ জনের তালিকায় সবচেয়ে চমক জাগানো নাম সম্ভবত অস্কার এবং কুতিনহো। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে দ্যুতি ছড়ানো এই মিডফিল্ডাররা অনেকদিন পর ব্রাজিল দলে ফেরার সম্ভাবনায় উঠে এসেছেন আলোচনায়। বিশেষ করে অস্কার বর্তমানে চীনের লিগে খেলা হলেও আনচেলত্তির রাডারে রয়েছেন বলে জানা গেছে।

ফ্লামেঙ্গো থেকে সম্ভাব্য ছয় ফুটবলার আনচেলত্তির নজরে রয়েছেন। তারা হলেন- দানিলো, ওয়েলসি, লিও অর্টিজ, অ্যালেক্স সান্দ্রো, জেরসন এবং পেদ্রো। তারা প্রত্যেকে ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

ফায়েনর্ডের ইগার পায়েক্সো, যিনি চলতি মৌসুমে ডাচ লিগে ১৮ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন, তাকেও আনচেলত্তি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। একই সঙ্গে লিলির দীর্ঘদেহি ডিফেন্ডার অ্যালেক্সহান্দ্রো রিবেইরো নিয়েও আনচেলত্তি ব্যক্তিগতভাবে আগ্রহ দেখিয়েছেন বলে গ্লোবোর সূত্র জানিয়েছে।

নেইমার জুনিয়রের ফিটনেস নিয়ে যদিও আলোচনা আছে। তবুও তার নাম রয়েছে আলোচিত তালিকায়। এছাড়া ব্রুনো গিমারায়েশ ও করিন্থিয়ানে খেলা গোলরক্ষক হুগো সৌজাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আনচেলত্তির আগমন শুধু খেলোয়াড় বাছাইয়ে নয়, ব্রাজিলীয় ফুটবলের পুরো কাঠামোয় নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করতে যাচ্ছে। একদিকে অভিজ্ঞদের প্রতি আস্থা, অন্যদিকে ঘরোয়া ও ইউরোপিয়ান লিগে খেলানো তরুণদের ওপর নজর—এই দ্বৈত কৌশলে তিনি গড়ে তুলতে চাইছেন বিশ্বজয়ের স্বপ্নদল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়