ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রো লিগে ২৪ ও ক্যারিয়ারের ৯৩৫তম গোল রোনালদোর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২২ মে ২০২৫  
প্রো লিগে ২৪ ও ক্যারিয়ারের ৯৩৫তম গোল রোনালদোর

সৌদি প্রো লিগে বুধবার রাতে আল-নাসর ২-০ গোলে হারিয়েছে আল-খালিজকে। গোল করেছেন জন দুরান ও ক্রিস্টিয়ানো রোনালদো।

অবশ্য প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ বদলে দেন আল-নাসরের আক্রমণভাগের এই দুই খেলোয়াড়। ম্যাচের ৭৫ মিনিটে সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে হেডে গোল করেন জন দুরান।

আরো পড়ুন:

এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় আল-নাসর। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এর আগে তিনি একটি পেনাল্টি মিস করেছিলেন। তবে এবার আর মিস করেননি তিনি। এটি ছিল চলতি মৌসুমে প্রো লিগে তার ২৪তম এবং তার ক্যারিয়ারের ৯৩৫তম গোল।

এই জয়ে আল-নাসর ৬৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। যেখানে আল-খালিজ ৩৭ পয়েন্ট নিয়ে আছে দশম অবস্থানে।

চলতে মৌসুমের শেষ ম্যাচে আল-নাসরের প্রতিপক্ষ আল-ফাতেহ। সেই ম্যাচে জয় পেলে তারা এএফসি চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করার দৌড়ে ভালো জায়গায় থাকতে পারে।

অন্যদিকে, ক্লাবটির কোচ স্টেফানো পিওলির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। মৌসুম শেষে তাকে বরখাস্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোনালদোর চুক্তিও শেষের পথে। তাকে ঘিরে একটি ব্রাজিলিয়ান ক্লাব আগ্রহ দেখিয়েছে এবং ধারণা করা হচ্ছে, তিনি ক্লাব বিশ্বকাপে অংশ নিতে নতুন চ্যালেঞ্জ নিতে পারেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়