ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিজ জেতা হলো না বাংলাদেশের 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৪ মে ২০২৫   আপডেট: ১৮:৫৬, ২৪ মে ২০২৫
সিরিজ জেতা হলো না বাংলাদেশের 

সিলেটে হারের পর ঢাকায় ছিল ঘুরে দাঁড়ানোর সংকল্প। কিন্তু পারল না বাংলাদেশ ‘এ’ দল। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ড্র করে নুরুল হাসান সোহানের দল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে সিরিজ খোয়ায় বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান করার পরই ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৫৭ রান করে। নিউ জিল্যান্ড ৩৭৯ করে ২০ রানের লিড দেয়।

জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন। সমান ২৪ রান করে ফেরেন এনামুল হক বিজয় ও জাকির হাসান। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন যাকারে-বেন লিস্টার।

এর আগে ৪ উইকেটে ২৭৭ রানে দিন শুরু করে নিউ জিল্যান্ড এ। নিক ক্যালি ৮৩ রানে দিন শুরু করে ফেরেন সেঞ্চুরি হাঁকিয়ে। আর ৪৪ রানে দিন শুরু করা বয়েল থামেন ৫৮ রানে।

চতুর্থ দিন ১৬৭ বলে সর্বোচ্চ ১০৩ রান করেন কেলি। স্কোরবোর্ডে বড় অঙ্কের পুঁজি হলেও ব্যাটিং ছাড়েনি তারা। শেষ দিকে ডেন ফক্সকড়ফট ২৭, যাকারে ফউল্কস ১৪ ও জায়দিন লেনক্স ২০ রান করেন। 

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন নাঈম হাসান। ৩ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন সাইফ হাসান-হাসান মুরাদ। 

ঢাকা/রিয়াদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়