ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফিয়ারলেস, নট কেয়ারলেস ক্রিকেট’, পাকিস্তান অধিনায়কের সতর্কবার্তা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৮ মে ২০২৫  
‘ফিয়ারলেস, নট কেয়ারলেস ক্রিকেট’, পাকিস্তান অধিনায়কের সতর্কবার্তা

টানা দুই সিরিজে হারের পর চাপে পাকিস্তান। এবার দলেও নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা শাহীন শাহ আফ্রিদির মতো নিয়মিত মুখ। নতুন এই দলকে নেতৃত্ব দেবেন সালমান আগা। এর আগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও এবার পুরোপুরি নতুন চেহারার পাকিস্তান দলকে পথ দেখানোর দায়িত্ব তার কাঁধে।

আজ লাহোরে বাংলাদেশের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ ঘিরে সালমান আগা বলেছেন, তারা খেলবে ‘ভয়ডরহীন কিন্তু দায়িত্বশীল’ ক্রিকেট। তার ভাষায়, ‘ফিয়ারলেস, নট কেয়ারলেস ক্রিকেট’।

আরো পড়ুন:

এমন মন্তব্যে যেন কিছুটা বার্তাই দিয়ে রাখলেন বাংলাদেশের জন্য, নিজেদের মাঠে পাকিস্তান এই সিরিজে ঘুরে দাঁড়াতে চায় যেকোনোভাবে। সালমান বলেন, “আমরা নির্দিষ্ট কিছু পরিকল্পনার মধ্যে থেকে আক্রমণাত্মক ক্রিকেটকে আমাদের কৌশলের অংশ করতে চাই, যাতে সেটা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজে দেয়।”

এদিকে এই সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবস্থাটি থাকছে না। পিসিবি জানায়, পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে যারা পিএসএলে ডিআরএস পরিচালনা করতেন, তারা এখনো পাকিস্তানে ফেরেননি। ফলে এই সিরিজেও ডিআরএস ছাড়াই মাঠে গড়াবে খেলা।

তবে পাকিস্তান অধিনায়ক আস্থা রাখতে চান মাঠের আম্পায়ারদের ওপর। তিনি বলেন, “ডিআরএস না থাকায় কিছুটা কঠিনতা থাকবে, তবে আগে তো ডিআরএস ছাড়াই ক্রিকেট চলেছে। আম্পায়ারদের ওপরই আমাদের ভরসা রাখতে হবে। আশা করি, সবাই ভালো আম্পায়ারিং দেখতে পাবেন।”

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়