ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নকআউট পর্বে বায়ার্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২২ জুন ২০২৫   আপডেট: ১৩:০৬, ২২ জুন ২০২৫
নকআউট পর্বে বায়ার্ন

হার্ড রক স্টেডিয়ামে বেজে উঠেছে ইউরোপিয়ান শাসনের সুর। ফুটবল দুনিয়ার জমজমাট লড়াইয়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ আবারও প্রমাণ করল, বিশ্বমঞ্চে তাদের সাম্রাজ্য এখনো অটুট। ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়ে নিশ্চিত করেছে শেষ ষোলো। পাশাপাশি বাকি দলগুলোকে জানিয়ে দিলো, এবারও হিসাবের বাইরে রাখা যাবে না তাদের।

প্রথম ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করে ঝড়ো সূচনা করা বায়ার্ন দ্বিতীয় ম্যাচে পড়েছিল একটু প্রতিরোধের মুখে। তবে কিংসলে কোমানের নিখুঁত পাস থেকে হ্যারি কেইনের গোল আর শেষ দিকে মাইকেল ওলিসের ক্লিনিশ ফিনিশিংয়ের সুবাদে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকেও পেছনে ফেলেছে ২-১ ব্যবধানে।

আরো পড়ুন:

খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যেন বোঝা যাচ্ছিল বায়ার্ন আজও ছন্দে। তবে ম্যাচের মাঝপথে মেরেন্তিয়েল বোকা জুনিয়র্সের পক্ষে সমতা ফেরানোয় একটু টানটান উত্তেজনা ছড়ায় মাঠজুড়ে। কিন্তু জার্মানরা যেন এমন রোমাঞ্চের জন্যই প্রস্তুত ছিল। ৮৪ মিনিটে ওলিসে গোল করে কাঁপিয়ে দেন পুরো গ্যালারি।

বল দখলের দিক থেকে ৭০ শতাংশের বেশি সময় নিয়ন্ত্রণে রাখা। আর প্রতি আক্রমণে ছন্দময় গতির ঝলক; সব মিলিয়ে বায়ার্ন যেন এক সুসংগঠিত সেনাবাহিনীর মতোই খেলছে। মাঠে ‘এক গোল করো, দুই গোল ফেরাও’ এমন প্রতিশ্রুতি নিয়ে যেন নামে তারা।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে পেছনে বেনফিকা। আর ১ পয়েন্ট নিয়ে বোকা জুনিয়র্স এখনও ধরে রেখেছে শেষ ষোলোতে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা। তবে তার জন্য প্রয়োজন হবে শুধু জয় নয়, বেনফিকার পরাজয়ও।

সবকিছু মিলিয়ে আগামী মঙ্গলবার ‘সি’ গ্রুপের শেষ রাউন্ড হয়ে উঠছে নাটকীয়, উত্তেজনাময় ও সম্ভাবনায় ঠাসা এক মহারণ।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়