ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

প্রস্তুতি ম‌্যাচে সোহানের ৯৭, নাঈমের ৭৯ ও তানজিমের ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২৪ জুন ২০২৫  
প্রস্তুতি ম‌্যাচে সোহানের ৯৭, নাঈমের ৭৯ ও তানজিমের ৫ উইকেট

নিজেদের মধ‌্যে প্রস্তুতি ম‌্যাচে ব‌্যাট হাতে রান পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান, নাঈম শেখ। ফিফটির দেখা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, সৌম‌্য সরকার ও সাইফ উদ্দিন। বোলিংয়ে আলো ছড়িয়ে ৫ উইকেটের দেখা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি ক‌্যাম্প চলছে চট্টগ্রামে। সেখানে নিজেদের মধ‌্যে ভাগ হয়ে সবুজ দল ও লাল দল প্রথম ওয়ানডেতে সোমবার মুখোমুখি হয়েছিল। সবুজ দল ৬ রানে ম‌্যাচ জিতে নেয়। ২৮ জুন শ্রীলঙ্কার উদ্দেশ‌্যে ঢাকা ছাড়ার আগে ডাক পাওয়া ক্রিকেটাররা আরেকটি প্রস্তুতি ম‌্যাচ খেলবে চট্টগ্রামেই।

আগে ব‌্যাটিংয়ে নেমে সবুজ দল ৮ উইকেটে ২৭০ রান করে। জবাবে লাল দল গুটিয়ে যায় ৩৯.৩ ওভারে। ২৬৪ রানের বেশি করতে পারেননি তারা।

নাঈম শেখ জাতীয় দলে ফিরেছেন। দলে ডাক পাওয়ার দিনে ৭১ বলে ৭৯ রান করেন ৭ চার ও ৪ ছক্কায়। সুযোগ পাননি কাজী নুরুল হাসান সোহান। এদিন সর্বোচ্চ ৯৭ রান আসে তার ব‌্যাট থেকেই। ৭০ বলে ৭টি করে চার ছক্কায় ইনিংসটি সাজান। সেঞ্চুরিতে রূপ দিতে পারলে ইনিংসটি পূর্ণতা পেত। কিন্তু মাইলফলক ছোঁয়ার ৩ রান আগে তানজিম হাসানের বলে সৌম‌্যর হাতে ক‌্যাচ দেন সোহান। এছাড়া লাল দলের হয়ে মোসাদ্দেক ২৩ বলে ৩১ ও রিশাদ ২০ বলে ২৪ রান করেন।

দিনের আলোয় সবুজ দলের ইনিংসের শুরুটা দারুণ করেন পারভেজ হোসেন ইমন ও সৌম‌্য সরকার। দুজন ৮৩ রানের জুটি গড়েন। ফিফটি পেয়েছেন দুজনই। সৌম‌্য ৫১ বলে ৫৫ ও পারভেজ ৭১ বলে ৫৮ রান করেন। জাতীয় দলে পারভেজ জায়গা ধরে রাখতে পারলেও সৌম‌্যর সুযোগ হয়নি। সাইফউদ্দিন আলো ছড়িয়ে ৩৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন। এছাড়া শেখ মেহেদী ৩১, শামীম ২৪ রান করেন। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তানজিদ হাসান।

দিনের সেরা বোলার ছিলেন তানজিম। ৭.৩ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন, রিশাদ, নাসুম ও শামীম।  

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়