ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

না জিতেও ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৪ জুন ২০২৫   আপডেট: ১২:৫৫, ২৪ জুন ২০২৫
না জিতেও ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে মায়ামি

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জয় পায়নি লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। আর এই ড্রয়ে তারা নকআউট পর্বে পা রেখেছে। অবশ্য পালমেইরাসও জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।

৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পালমেইরাস। আর সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে মায়ামি আছে দ্বিতীয় স্থানে।

আরো পড়ুন:

আজ মায়ামির জন্য জয়টি একসময় নিশ্চিত মনে হচ্ছিল। কারণ, তখন তারা দুই গোলে এগিয়ে ছিল। তবে পালমেইরাস দারুণ কামব্যাকের মাধ্যমে ম্যাচটি সমতায় নিয়ে আসে এবং শেষ পর্যন্ত মায়ামিকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে।

মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। এরপর দ্বিতীয়ার্ধে সুয়ারেজের গোলে ব্যবধান ২-০ করে ফেলে। কিন্তু পালমেইরাস ম্যাচের শেষভাগে গোল করে সমতা আনে। ৮০ মিনিটে পাউলিনহো এবং ৮৭ মিনিটে মাউরিসিও গোল করে মায়ামির লিডকে ভেঙে দেয়। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

এদিকে, এই গ্রুপের অন্য ম্যাচে মিশরের আল আহলি ও পর্তুগালের এফসি পোর্তোর মধ্যে একটি জমজমাট গোলবন্যা হয়েছিল। কিন্তু ৪-৪ গোলের ড্রতে উভয় দলই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়