জাহানারার সাফল্যের মুকুটে নতুন পালক

অস্ট্রেলিয়ার সিডনিতে খেলার পাশাপাশি কোচিংয়েও হাত পাকাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। খেলোয়াড় হিসেবে ভালো করার সঙ্গে কোচিংয়েও সমানতালে ভালো করছেন। সেই স্বীকৃতি পেলেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল ২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় লেভেল ১ কোচিং কোর্স করার প্রয়োজন হয়নি। সিডনিতে নিজের ক্লাবে খেলা, কোচিং করানো এবং কোচিং কোর্স নিয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়ে নিজেদের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করেছেন জাহানারা।
গত ফেব্রুয়ারিতে মানসিক স্বাস্থ্য ভালো না বলে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন জাহানারা। শুরুতে কয়েক সপ্তাহের ছুটি নিলেও পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ছুটি নেন। পরবর্তীতে দেখা যায় স্কলারপিশ নিয়ে সিডনি প্রিমিয়ার প্লেটে খেলছেন জাহানারা। মার্চে সেই লিগের খেলা শেষ হলেও এখনও সেখানে রয়ে গেছেন।
সাবেক অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাকে ক্লাব থেকে মেন্টর পদ দেওয়া হয়েছে। সেখানে কোচিং করাচ্ছেন সঙ্গে কোচিং ক্যারিয়ারে মনোযোগী হয়ে কোর্সও করছেন। বেশ দ্রুতই কোচিং কোর্সে ভালো করে স্বীকৃতি পেয়ে গেছেন।
বাংলাদেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। গত ডিসেম্বরের পর জাতীয় দলে তাকে দেখা যায়নি। এখন অস্ট্রেলিয়াতেই থিতু হয়েছেন।
ঢাকা/ইয়াসিন