ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তিন টি-টোয়েন্টি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৮:৫৩, ২৫ জুন ২০২৫
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান তিন টি-টোয়েন্টি

নিরাপত্তা শঙ্কার মাঝেই মে-জুনে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। যেখানে ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

ফিরতি সফরে এবার পাকিস্তান আসছে বাংলাদেশে। আগামী ১৬ জুলাই পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে পা রাখবে। মূলত আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দুই দলের।

আরো পড়ুন:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (২৫ জুন) টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এক ভেন্যুতেই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই হবে এই সিরিজ। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ‌্যা ৬টায়।

পাকিস্তানের ১০ দিনের সফর শেষ হবে ২৫ জুলাই।

২০২১ সালের পর পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করতে যাচ্ছে। সবশেষ সফরে মিরপুরে তিন টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলেছিল তারা। দুই টেস্টের একটি চট্টগ্রামে, অপরটি মিরপুরে হয়েছিল।

২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত, দুই দলের ২২ বার টি-টোয়েন্টিতে দেখা হয়েছে। ১৯ বারই ম‌্যাচ জিতেছে পাকিস্তান। তিন ম‌্যাচ জিতেছে বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়