ব্যাটিং ব্যর্থতায় বড় হার
গলে হেসেছে ব্যাট, দিন শেষে হেসেছে বাংলাদেশও। গল থেকে কলম্বো—ভেন্যু বদলাতেই যেন পালটে যায় পারফরম্যান্সও। ফল ইনিংস ও ৭৮ রানে হেরে ১-০ ব্যবধানে সিরিজ খোয়ালো নাজমুল হোসেন শান্তর দল।
কলম্বো টেস্টের চতুর্থ দিন আধঘণ্টা না যেতেই ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ২১১ রানের লিডের জবাবে এই রান করে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪৭ রান করে।
জবাবে শ্রীলঙ্কা ৪৫৮ রান করে। তাদের প্রথম ইনিংসের রানই টপকাতে পারেনি লাল সবুজের দল। তৃতীয় দিন বিকেলেই যখন একের পর এক উইকেট পড়ছিল তখনই মূলত হারের চিত্রনাট্য যেন লেখা হয়ে যায়।
বাংলাদেশ যখন দিন শুরু করে হাতে চার উইকেট। পঞ্চম বলে লিটনের আউটে ইনিংস হারের শঙ্কা যেন সত্যি হয়ে যায়। নাঈম-তাইজুলরা পারলেন না। ৩০ মিনিট না হতেই অলআউট বাংলাদেশ। ২১১ রানের লিড মাথায় নিয়ে খেলতে নেমে ১৩৩ রানে অলআউট!
প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন মুশফিক। আর কেউ বিশের বেশি করতে পারেননি। প্রভাত জয়সুরিয়া একাই ৫ উইকেট নেন।
অথচ বাংলাদেশের উলটো ছিল লঙ্কানদের ব্যাটিং। ১৫৮ রান করেন পাথুম নিসাঙ্কা। দীনেশ চান্দিমাল ৯৩ ও কুশল মেন্ডিস ৮৪ রান করেন। তাইজুল ৫ উইকেট নিয়েছেন। দুই পেসারের কেউই নিজেদের মেলে ধরতে পারেননি।
ঢাকা/রিয়াদ