ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শান্তর অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে আমিনুল ইসলাম বললেন, ‘জেনে নিই’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৮ জুন ২০২৫   আপডেট: ১৪:১০, ২৮ জুন ২০২৫
শান্তর অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে আমিনুল ইসলাম বললেন, ‘জেনে নিই’

নাজমুল হোসেন শান্ত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপনে অংশগ্রহণ করতে পূর্ব নির্ধারিত সূচি অুনযায়ী বর্তমানে রংপুরে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে এই উদযাপনে আনন্দময় সময় কাটালেও দুটি ধাক্কা হজম করতে হয়েছে আমিনুল ইসলামকে। 

প্রথমত, দল শ্রীলঙ্কায় হেরেছে ইনিংস ব্যবধানে। যা অনুমিতই ছিল। দ্বিতীয়ত, ম্যাচের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। যা রীতিমত বোর্ড সভাপতির কাছে বিস্ময়কর! 

অনুষ্ঠান শেষে গাড়িতে উঠার সময় গণমাধ্যমকর্মীরা আমিনুলকে জিজ্ঞেস করেছিলেন শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে। উত্তরে বোর্ড সভাপতি স্রেফ বলেছেন, ‘‘জেনে নিই।’’ এরপর গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন আমিনুল।      
জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাজেদুল ইসলাম ও নাসির হোসেন এবং নারী ক্রিকেটার জান্নাতুল সুমনা ও সোবহানা মোস্তারি এ সময়ে উপস্থিত ছিলেন। 

এরপর একাধিকবার আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে রাইজিংবিডি। কিন্তু মুঠোফোনে কল গেলেও রিসিভ করেননি। এদিকে দুদিন আগে রজতজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। গতকাল তিনি ওয়ানডে দলের সঙ্গে গেছেন শ্রীলঙ্কায়। তার সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি মেসেজ পাঠিয়েছেন, ‘‘সরি, এই মুহূর্তে কথা বলা সম্ভব হচ্ছে না।’’ 

এদিকে,একটি জাতীয় দৈনিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে নাজমুল বলেছেন, ‘‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি, এটাতে দলের ভালো কিছুই হবে। এই ড্রেসিংরুমে কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়