ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ওয়েস্ট ইন্ডিজের, জবাবদিহির আওতায় আনার পরামর্শ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২৮ জুন ২০২৫   আপডেট: ১৯:১২, ২৮ জুন ২০২৫
আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ওয়েস্ট ইন্ডিজের, জবাবদিহির আওতায় আনার পরামর্শ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াইয়ের পরও ম্যাচ হেরে যাওয়ায় বেশ হতাশ ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাওয়ালেও ম্যাচ তারা জিততে পারেননি। 

নিজেদের ব্যাটিং পারফরম্যান্স হতাশাজনক হলেও আম্পায়ারের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তারা ক্ষুদ্ধ। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি দ্বিতীয় দিনের ম্যাচের পর আম্পায়ারিং নিয়ে কড়া সমালোচনা করেন। কথা বলেন ম‌্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে। অধিনায়ক রোস্টন চেজ ম্যাচের পর আম্পায়ারদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন। 

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে রোস্টন চেজ বলেছেন, ‘‘ম্যাচ অফিসিয়ালদের নিয়ে… এটা হতাশাজনক, কারণ খেলোয়াড় হিসেবে যখন আমরা ভুল করি, যখন আমরা সীমা ছাড়িয়ে যাই, তখন আমাদের কঠোর শাস্তি দেওয়া হয়। কখনও কখনও নিষিদ্ধও করা হয়। আর্থিক জরিমানা বা অন্য কিছুও হতে পারে। কিন্তু ম্যাচ অফিসিয়ালদের? তাদের কখনও কিছুই হয় না। তাদের কেবল একটি ভুল সিদ্ধান্ত বা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয়েই রয়ে যায় এবং সবকিছু চলতে থাকে।”

ওয়েস্ট ইন্ডিজের মূল ক্ষোভ টিভি আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টকের কয়েকটি সিদ্ধান্তে। এর মধ্যে প্রথম ইনিংসে চেজের আউটও ছিল। এলবিডব্লিউ দেন টিভি আম্পায়ার। রিপ্লেতে দেখা যায়, বল লেগেছিল তার ব্যাটে। আল্ট্রা এজেও ব্যাটের চিহ্ন বোঝা যাচ্ছিল। কিন্তু টিভি আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে বহাল রাখেন।

পরবর্তীতে অ্যালেক্স ক্যারির একটি ক্যাচ নিয়েও সন্তুষ্ট ছিল না স্বাগতিকরা। শেই হোপের ক্যাচ দারুণভাবে লুফে নিয়েছিলেন ক্যারি। কিন্তু বল মাটিতে স্পর্শ করেছিল কি না তা নিয়ে ছিল সংশয়। এছাড়া ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ট্রেভিস হেড যিনি দুই ইনিংসে ফিফটি পেয়েছেন তার আউটের সিদ্ধান্তও পক্ষে যায়নি ক্যারিবীয়ানদের। কিপার হোপের গ্লাভসে বল ঠিকঠাক গেলেও আম্পায়ারের মনে হয়েছে বল মাটিতে স্পর্শ করেছে।

টিভি আম্পায়ার হোল্ডস্টকের কড়া সমালোচনা করে চেইজ আরো বলেছেন, ‘‘ছেলেদের ক্যারিয়ারের কথা বললে, একটি খারাপ সিদ্ধান্ত একজনের ক্যারিয়ার গড়তে বা ভেঙে দিতে পারে। তাই আমি মনে করি, সবার ক্ষেত্রে ক্ষেত্র সমান হওয়া উচিত। কারও বিপক্ষে খারাপ সিদ্ধান্ত গেলে, কিছু শাস্তির ব্যবস্থা করা উচিত।”

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়