অনিশ্চয়তায় বাংলাদেশ-ভারত সিরিজ, বুলবুল বললেন আলোচনা চলছে
আগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে হচ্ছে না বহুল প্রতীক্ষিত ভারত-বাংলাদেশ সিরিজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
তবে হঠাৎ করেই সৃষ্টি হওয়া নানা জটিলতায় সিরিজটি পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ড সফরে রয়েছে, যার কারণে সময়মতো সিরিজ আয়োজন সম্ভব হচ্ছে না। এছাড়া আরও কিছু প্রশাসনিক ও লজিস্টিক কারণে এই পরিবর্তন আসছে।
আগে প্রকাশিত সূচি অনুযায়ী, ১৭, ২০ ও ২৩ আগস্ট এই তিনদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ। এরপর ২৬, ২৮ ও ৩১ আগস্ট মাঠে গড়ানোর কথা ছিল টি-টোয়েন্টি ম্যাচগুলো। তবে আপাতত এই সূচি অনুযায়ী খেলা শুরু হচ্ছে না।
ভারত-বাংলাদেশ সিরিজ মানেই ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা। ফলে হঠাৎ করে সিরিজ পিছিয়ে যাওয়ায় হয়তো হতাশা জাগবে ক্রিকেটপ্রেমীদের মাঝে। তবে সিরিজ স্থগিত হওয়ার প্রকৃত কারণ এখনো পরিষ্কার না হওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিসিবি জানিয়েছে, সিরিজটি বাতিল হয়নি, বরং নতুন তারিখ নির্ধারণের বিষয়ে দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই সংশোধিত সূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
ঢাকা/রিয়াদ