ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোলের রাজ্যে নতুন সম্রাট মেসি, রোনালদোকে টপকে গড়লেন অনন্য কীর্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৩৬, ২০ জুলাই ২০২৫
গোলের রাজ্যে নতুন সম্রাট মেসি, রোনালদোকে টপকে গড়লেন অনন্য কীর্তি

যেখানেই মাঠে নামেন, সেখানেই যেন জাদুর পরশ ছড়িয়ে দেন লিওনেল মেসি। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে এমনই এক জাদুকরী রাত কাটালেন আর্জেন্টিনার এই ফুটবল জিনিয়াস। জোড়া গোল ও এক অ্যাসিস্টে দলকে এনে দিলেন ৫-১ গোলের বিশাল জয়। আর সঙ্গে গড়লেন এমন এক রেকর্ড, যা আগে ছিল রোনালদোর দখলে।

স্থানীয় সময় রাতে যখন ম্যাচ শুরু হলো, তখন কেউ হয়তো ভাবেনি যে ইতিহাস রচনার রাত এটি। ১৪ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। কিন্তু মেসি ছিলেন মঞ্চে প্রস্তুত। ২৪ মিনিটে তার নিখুঁত পাস থেকে জর্দি আলবা গোল করে ফেরান সমতা। এরপর সেগোভিয়ার দারুণ দুই গোলের সুবাদে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

আরো পড়ুন:

তবে বিরতির পর শুরু হয় মেসির ব্যক্তিগত প্রদর্শনী। ৬০ মিনিটে বুসকেটসের পাস থেকে তিনি তুলে নেন ম্যাচের প্রথম গোল, আর ৭৫ মিনিটে আবারও জালের দেখা পেয়ে পূর্ণ করেন নিজের জোড়া গোল। এই গোলেই ভেঙে যায় রোনালদোর বহুদিনের রেকর্ড। নন-পেনাল্টি গোলের দিক থেকে মেসি এখন এগিয়ে।

রোনালদোর ক্যারিয়ারে ৯৩৮ ম্যাচে নন-পেনাল্টি গোল ছিল ৭৬৩টি। মেসি এবার সেই সংখ্যা ছাড়িয়ে ৭৬৪-এ নিয়ে গেলেন নিজের নাম। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য, এই কীর্তি গড়তে মেসির লেগেছে ১৬৭টি ম্যাচ কম!

এখানেই শেষ নয়। মেসি এখন টানা ১৯টি বছর ধরে প্রতি ক্যালেন্ডার ইয়ারে ৩০ বা ততোধিক গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখছেন। ২০০৭ সালে বার্সেলোনার হয়ে শুরু করা এই ধারা আজও সমানতালে চলছে পিএসজি হয়ে ইন্টার মায়ামিতেও।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি, ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। যদিও মায়ামির থেকে এগিয়ে থাকা চারটি দলই খেলেছে ২৪টি করে ম্যাচ। ফলে শীর্ষে উঠে আসার সম্ভাবনাও এখন বেশ উজ্জ্বল।

মেসির পায়ের জাদু শুধু প্রতিপক্ষকে পরাস্ত করে না, ইতিহাসও বদলে দেয়। একের পর এক রেকর্ড ভাঙছেন তিনি, আর ফুটবলবিশ্ব চেয়ে চেয়ে দেখছে। যেন এক জীবন্ত কিংবদন্তি খেলছেন আমাদের সময়েই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়