ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ানডে লড়াইয়ে প্রস্তুত ক্যারিবীয়রা, পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৭ আগস্ট ২০২৫  
ওয়ানডে লড়াইয়ে প্রস্তুত ক্যারিবীয়রা, পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ঘিরে শক্তিমত্তার প্রমাণ দিতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ১৫ সদস্যের স্কোয়াড, যেখানে এসেছে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন।

দলে নেই দলের নির্ভরযোগ্য পেসার আলজারি জোসেফ। ওয়ার্কলোড ব্যবস্থাপনার আওতায় তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, যেমনটি করা হয়েছিল সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও। তবে এই শূন্যস্থান পূরণে আনা হয়েছে তরুণ ও প্রতিভাবান বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডসকে। ২৩ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত একটি ওয়ানডে ও চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। বল হাতে নতুন বলে সুইং করাতে পারার ক্ষমতাই তাকে জায়গা এনে দিয়েছে জাতীয় দলে।

আরো পড়ুন:

ফেরার তালিকায় আরও একটি বড় নাম অলরাউন্ডার রোমারিও শেফার্ডের। দীর্ঘ প্রায় ৮ মাস পর ওয়ানডে দলে ফিরছেন তিনি। যিনি শেষবার দেশের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে।

যদিও টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ, তবে ৫০ ওভারের ফরম্যাটে দলটি রয়েছে দুর্দান্ত ছন্দে। ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে তারা। বিশেষ করে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বে আবার নিজেদের জানান দেয় শেই হোপের নেতৃত্বাধীন দলটি।

সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার ঘরের মাঠেই পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে, যথাক্রমে ৮, ১০ ও ১২ আগস্ট।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড:
শেই হোপ (অধিনায়ক), জোয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়