পাকিস্তানকে জেতালেন হাসান-হুসাইন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সহজ জয় পেয়েছে পাকিস্তান। তাওরাবোতে শুক্রবার পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে তাদেরকে।
আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
সফরকারীদের জয়ের নায়ক দুই তরুণ হাসান নওয়াজ ও হুসাইন তালাত। অভিষিক্ত হাসান নওয়াজ ৫৪ বলে ৬৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান। হুসাইন তালাত খেলেছেন নিজের দ্বিতীয় ওয়ানডে। তবে ২২ গজে একটুও নিজের অনভিজ্ঞতা বুঝতে দেননি। ৭০ বলে অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়ার পথে হুসাইন ৩৭ বলে ৪১ রান করেন। তাদের ব্যাটেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়।
৩৮তম ওভারে মোহাম্মদ রিজওয়ান দলীয় ১৮০ রানে আউট হওয়ার পর জুটি বাঁধেন হাসান-হুসেইন। নিজেদের ওপর চাপ না নিয়ে প্রতি আক্রমণে গিয়ে রান তোলেন তারা। আগ্রাসী ব্যাটসম্যান হাসান ৫ চার ও ৩ ছক্কা হাঁকান। হুসাইনের ব্যাট থেকে আসে ৪ চার ও ১ ছক্কা। দুজনের দারুণ দৃঢ়তায় শেষ হাসি হাসে পাকিস্তান।
এদিকে রান পেয়েছেন বাবর আজম ও রিজওয়ান। বাবর ৬৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন। রিজওয়ান ৬৯ বলে ৫৩ রান করেন ৪ বাউন্ডারিতে। এছাড়া আব্দুল্লাহ শফিক ২৯, সালমান আগা ২৩ রান করেন। রান পাননি সায়েম আইয়ুব (৫)।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সামার জোসেফ ৬৫ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন জায়ডেন সিলস, গুদাকেশ মোতি ও রস্টন চেজ।
এর আগে ব্যাটিংয়ে তাদের হাল ধরেন ইভিন লুইস, শেই হোপ ও চেজ। তিনজনই পেয়েছেন ফিফটির স্বাদ। লুইস ৬২ বলে ৬০ রান করে ছিলেন দলের সেরা ব্যাটসম্যান। অধিনায়ক হোপ ৭৭ বলে করেন ৫৫ রান। চেজের ব্যাট থেকে ৫৪ বলে আসে ৫৩ রান। শেষ দিকে গুদাকেশ মোতি ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করলে ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রানের পুঁজি পায়।
ফেরার ম্যাচে উজ্জ্বল ছিলেন শাহীন শাহ আফ্রিদি। ৫১ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার। ৩ উইকেট পেয়েছেন আরেক পেসার নাসিম শাহ।
আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়নাডে অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন