ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হারল পাকিস্তান, র‌্যাংকিংয়ে অবনমন বাংলাদেশের!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:১৩, ১১ আগস্ট ২০২৫
হারল পাকিস্তান, র‌্যাংকিংয়ে অবনমন বাংলাদেশের!

বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন খেলার বাইরের মাঠেও হার লেগেই আছে। ব্যাট-বল ছোঁয়া ছাড়াই আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেল টাইগাররা। কারণ? পাকিস্তানের হার, আর তাতে ওয়েস্ট ইন্ডিজের অগ্রযাত্রা।

রোববার (১০ আগস্ট) ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। এই জয়ে ক্যারিবিয়ানরা একধাপ উঠে এসে নবম স্থানে বসে পড়েছে। রেটিং পয়েন্ট ৭৮। আর বাংলাদেশ নেমে গেছে ১০-এ, রেটিং পয়েন্ট ৭৭। মানে, এক পয়েন্টের ব্যবধানেই তালিকার তলানিতে ঠেকা।

আরো পড়ুন:

এ যেন এক তিক্ত অভিজ্ঞতা। গত মে মাসেই দুই দশকের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ নেমে গিয়েছিল ১০ নম্বরে। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে প্রথম ম্যাচ হারের পরও দ্বিতীয় ম্যাচে জিতে সেই দুঃস্বপ্ন কাটিয়েছিল মেহেদি মিরাজরা। কিন্তু এবার না খেলেই আবার পতন। যেন কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলো সিঁড়ি থেকে।

পাকিস্তানের জন্যও দিনটি সুখের ছিল না। ক্যারিবীয় ঝড়ে উড়ে গিয়ে তারা নেমে গেছে ৫ নম্বরে, রেটিং পয়েন্ট ১০২। এই সুযোগে শ্রীলঙ্কা একধাপ উঠে ৪ নম্বরে জায়গা করে নিয়েছে।

শীর্ষে এখনও ভারত (১২৪ পয়েন্ট), পেছনে নিউজিল্যান্ড (১০৯) ও অস্ট্রেলিয়া (১০৯) সমান পয়েন্টে। তবে রান রেটের কারণে কিউইরা এগিয়ে। দক্ষিণ আফ্রিকা ৬ নম্বরে (৯৬), আফগানিস্তান ৭ নম্বরে (৯১), আর ইংল্যান্ড ৮ নম্বরে (৮৮)।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়